রাজধানীর কামরাঙ্গীরচরে চারতলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেট এলাকার একটি ৪তলা ভবনে এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে পরে মোঃ ইউসুফ (১৮) নামের এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার(০৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতে সহকর্মী মোঃ রুবেল জানান,আমরা কামরাঙ্গীরচর রনি মার্কেটের চারতলায় কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকার আব্দুল করিমের সন্তান।বর্তমানে, নিহত কামরাঙ্গীরচর এলাকায় থাকতো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন