মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানী কাকরাইল মোর প্রধান বিচারপতি বাসভবনের সামনে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ তাসনিম ফেরদৌস(তুলন)(২০)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তামিম রহমান (২০) শিক্ষার্থী আহত হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
শনিবার(০৭ ডিসেম্বর)রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাসনিমকে মৃত ঘোষণা করেন ও তামিমকে ঢাকা মেডিকেলে ভর্তি দেওয়া হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মিজানুর রহমান জানান,আমরা খবর পেয়ে কাকরাইল মোরে প্রধান বিচারপতি বাসার সামনে থেকে দুজনকে উদ্ধার করি। তাদের দুজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে একজনকে চিকিৎসা তুমি তো ঘোষণা কর বাকি একজন চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পারি দুই বন্ধু রাতে ঘোরার জন্য বের হন। দুজন দ্রুতগতিতে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে।ঘটনাস্থলেই তাসনিমের মৃত্যু হয়।তামিমকে ঢামেকে ভর্তি দেওয়া হয়েছে।
নিহত তাসনিমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামের,ইসমাইল মিয়ার সন্তান। বর্তমানে পুরাতন ঢাকার ওয়ারী যুগিনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহত তাসনিম তিতুমীর কলেজের শিক্ষার্থী ছিল ও আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী। মরদেহ ময়নতন্ত্র ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন