তাজুল ইসলাম'র উদ্যোগে যাত্রী সেবায় বিআরটিসি
আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি জোয়ার সাহারায় মোটিভেশন সভা
২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র জোয়ারসাহারায় চালক-কন্ডাক্টরদের এক মটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি’র চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম।
২০২১ সালে বিআরটিসির দায়িত্ব নেয়ার পর থেকেই নতুনত্বের দেখা মিলেছে বর্তমান চেয়ারম্যানের হাতে। তারই ধারাবাহিকতায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরবিচ্ছিন্ন সেবা দিতে এগিয়ে আসে বিআরটিসি। যার ফলস্বরূপ বিগত বছরগুলো থেকে বাণিজ্য মেলায় যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছে বিআরটিসি বাস।
বরাবরের মতো এবারও যাত্রী সেবা প্রদান ও বিআরটিসির সুনমা রক্ষার স্বার্থেই আসন্ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে প্রস্তুতিমূলকভাবে ৩০ ডিসেম্বর (সোমবার) বাস চালক, হেলপার, কন্ডাক্টর, ট্রাফিক ইন্সট্রাক্টর, ডিপো ম্যানেজার সহ সকলের সাথে সার্বিক আলোচনার উদ্দেশ্যে আয়োজন করা হয় উক্ত মটিভেশন সভা।
জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের সুদক্ষ ম্যানেজার মোঃ মফিজ উদ্দিনের সার্বিক তত্বাবধানে দুপুর থেকে শুরু হওয়া মটিভেশন অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। যেখানে বিআরটিসির অর্থ ও হিসাব পরিচালক ড.অনুপম সাহা, কারিগরি পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার পিএসসি সহ বিভিন্ন কর্মকর্তা গঠনমূলক বক্তব্য রাখেন।
সবশেষ বিআরটিসির মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলামের উপস্থিতিতে পূর্ণতা পায় অনুষ্ঠান। তার অভিভাবক সুলভ দিকনির্দেশনায় অভিভূত হয়ে বক্তব্য শুনতে থাকেন উপস্থিত সকলে।
বিশেষ করে সাধারণ স্টাফদের জীবন-যাপনে জনাব তাজুল ইসলামের দূরদর্শী দৃষ্টির প্রতিফলন ঘটে তার অসাধারণ চিন্তনে। কারণ আসন্ন জানুয়ারিতে বেশ কয়েকদিন ডাচ্ বাংলা ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে এবং আর্থিক লেনদেনও তখন স্থগিত থাকবে। তাই মাস শেষ হওয়ার পূর্বেই স্টাফদের বেতনাদি প্রদানের নজির সম্ভবত বাংলাদেশে এটাই প্রথম।
অনুষ্ঠানে বিআরটিসি প্রধান কার্যালয় থেকে শুরু করে ঢাকাস্থ সকল ডিপোর ম্যানেজার, চালক, কন্ডাক্টর সহ বিভিন্ন পর্যায়ের স্টাফদের সক্রিয় উপস্থিতি ছিল চোখে পরার মতো।
আপনার মতামত লিখুন