বিক্ষোভে অংশ নেওয়ায় জনপ্রিয় মডেলের ৩ বছর কারাদণ্ড « বিডিনিউজ৯৯৯ডটকম

বিক্ষোভে অংশ নেওয়ায় জনপ্রিয় মডেলের ৩ বছর কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৫:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৫:৪৫
Link Copied!

সামরিক অভ্যুত্থানবিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়ায় মিয়ানমারের জনপ্রিয় একজন মডেল ও অভিনেতাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, মডেল ও অভিনেতা পেইং তাখোন অভ্যুত্থানবিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন এবং অনলাইনে জান্তা সরকারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছিলেন। মিয়ানমারে তার লাখ লাখ ভক্ত ও অনুসারি আছে।

গত এপ্রিলে পায়িং তাখোনকে আটক করে জান্তা সরকার। ওই সময় এক ফেসবুক পোস্টে তার বোন জানান, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে আটটি সামরিক ট্রাকে করে আসা প্রায় ৫০ জন সেনা সদস্য তাকে আটক করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেফতারের পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করা হয়। ইনস্টাগ্রামে তার ১০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। পরে এক ভক্তের অ্যাকাউন্টের মাধ্যমে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফের সচল করা হয়।

তাখোনের আইনজীবী জানিয়েছেন, তাকে কঠোর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাখোনের পরিবার আপিল করার কথা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতারের পর থেকে পায়িং তাখোন হতাশা এবং শারিরীক জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ সহযোগী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী জানান, তাখোন ভালোভাবে দাঁড়াতেও পারছেন না।

বিজ্ঞাপন

গত বছরের নভেম্বরের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বড় ধরনের জয় পেয়েছিল। এর কয়েক সপ্তাহ পর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। যদিও নির্বাচন কমিশন সামরিক বাহিনীর অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

বিষয়ঃ

সর্বশেষ: