রাজশাহীর কাটাখালীতে পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক! « বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহীর কাটাখালীতে পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৩ | ১১:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৩ | ১১:৩২
Link Copied!
রাজশাহীর কাটাখালীতে পুলিশের অভিযানে ৮ জুয়ারি আটক! -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহীর মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে নগদ অর্থ ও তাসসহ আট জুয়াড়িকে আটক করা হয়েছে।

রোববার (০৯ এপ্রিল) দুপুরে আরএমপি’র মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে, শনিবার রাতে তাদের আটক হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী গ্রামের আ. বারীর ছেলে মো. কালাম (৩২), একই থানার নওদাপাড়ার মো. সবুর আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. বাবর আলীর ছেলে মো. রানা (৩০), মো. রুস্তম আলীর ছেলে মো. রিপন (৩৫), মো. উজির আলীর ছেলে মো. রাজা ইসলাম (২৬), ফকির উদ্দিনের ছেলে মো. মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার হাসেম মন্ডলের ছেলে মো. স্বপন (৪৫) এবং কাকাইলকাটি গ্রামের তসলেম আলীর ছেলে মো. রবিউল (৩৭)।

বিজ্ঞাপন

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাটাখালী থানাধীন নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার বান্ডেল তাস ও নগদ কিছু অর্থ উদ্ধার হয়।

পরে আটককৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ: