রাজশাহীর সরদহ ইউপিতে ভোট পুনরায় গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর
রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।
তবে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ভোট পুনরায় গণনা চাইলে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আদালত সিদ্ধান্ত দিলে গণনা করা হবে।
রোববার সরদহ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বলা হয়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাসানুজ্জামান ৬ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর মতিউর রহমান তপন পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট। তবে মতিউর বলছেন, ভোট চুরি হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের দিন লাইনে ভোটার থাকলেও দুটি কেন্দ্রে ব্যালট ছিল না। বিজয়ী প্রার্থীর আপন চাচাতো ভাইসহ দলীয় লোকেরাই ছিলেন প্রিজাইডিং অফিসার। এগুলো পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করা হলেও তা করা হয়নি। ভোটের দিন জোর করে দুপুরেই হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মতিউর দাবি করেন, ভোটের দিন ৬টি কেন্দ্রের ফলাফল তিনি এগিয়ে ছিলেন ১ হাজার ২০০ ভোটে। এরপর আর অন্য কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল না। ভোট কারচুপি করে তারা নিজেদের মতো করে ফল তৈরি করে আমাকে হারিয়েছে। ভোট পুনরায় গণনা হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনে অভিযোগ করব।
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।