ওয়াপদা পাড়া সড়কে ঢালাই ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন
ডেস্ক নিউজ
Link Copied!
মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ওয়াপদা পাড়া সড়কে ঢালাই ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ সড়কে ঢালাই ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় মেহেরপুর ও জেলা পরিষদের সদস্য সমিউন বশিরা পলিসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
সড়কটির আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন শেষে মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, এই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কপথে সহজেই সাধারণ মানুষ অটো,রিকসা-মাইক্রোবাসে খুব সহজেই যাতায়াত করতে পারবে। টেকসই লক্ষ্য নিয়ে এবার এই সড়ক ও ড্রেনেজ নতুনভাবে আরসিসি ঢালাই করে নির্মাণ করা হচ্ছে।ফলে বাসাবাড়ি ও রাস্তায় আর জলবদ্ধতা হবে না সহজেই পানি ড্রেনেজ দিয়ে চলে যাবে।