আহলে মোহাব্বাহ ইউকের আয়োজনে ওল্ডহামে সিরাজামমুনিরা কনফারেন্স এন্ড নাশিদ ইভেন্ট « বিডিনিউজ৯৯৯ডটকম

আহলে মোহাব্বাহ ইউকের আয়োজনে ওল্ডহামে সিরাজামমুনিরা কনফারেন্স এন্ড নাশিদ ইভেন্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৭:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৭:১৩
Link Copied!

আহলে মোহাব্বাহ ইউকের আয়োজনে গত ২৮.১২.২১ মঙ্গলবার ওল্ডহামের গ্রান্ড ভ্যানুতে অনুষ্ঠিত হয় সিরাজামমুনিরা কনফারেন্স এন্ড নাশিদ ইভেন্ট,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজামমুনিরা জামে মসজিদের সম্মানিত খতিব সাইয়িদ শেখ ফাদী যুবা ইবনে আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আবু তামিম, সিরিয়া, শেখ সাইয়িদ খালিদ আলি আল কাদরী, শেখ আসরার রাসিদ, হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, কনফারেন্সে নাশিদ পরিবেশ করেণ ফিতরা সামা নাশিদ গ্রুপ,ও আহলে মোহাব্বাহ নাশিদ গুপ।

মাওলানা আবুল হাসানের পরিচালনায় শুরু হওয়া অনুষ্টানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেণ ফুলতলী ইসলামিক সেন্টার কনভেন্ট্রির ইমাম হা, দেলওয়ার হাসান সুমন, অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সিরাজামমুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিন, আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, শাহ জালাল জামে মসজিদ ম্যানচেস্টারের খতিব মাওলানা খায়রুল হুদা খান, আলহাজ্ব মছব্বির মিয়া, ফুলতলী ইসলামিক সেন্টার কনভেন্ট্রির পরিচালক আলহাজ্ব রেজাউল হক মুক্তা, হানিফ উদ্দিন, মো. বেলাল প্রমুখ, মিলাদ পরিচালনা করেণ ফুলতলী ইসলামিক সেন্টার কনভেন্ট্রির শিক্ষক ক্বারি মাহফুজ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: