গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন « বিডিনিউজ৯৯৯ডটকম

গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ১:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ১:২০
Link Copied!

মেহেরপুরের গাংনীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়ােজিত এ মেলায় উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান স্টল প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলাে হলাে-গাংনী সরকারী ডিগ্রী কলেজ,গাংনী মহিলা ডিগ্রী কলেজ,গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ,গাংনী সরকারী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়,সন্ধানী স্কুল এন্ড কলেজ,বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়,জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়,হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়,বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ,চিৎলা মাধ্যমিক বিদ্যালয়,সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,করমদী মাধ্যমিক বিদ্যালয়,জােতি মাধ্যমিক বিদ্যালয় ও হােগলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।
উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কােরআন থেকে তেলাওয়াত করেন ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােমানুল হক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ-আল মাসুম।

বিষয়:

সর্বশেষ: