বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
Link Copied!
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতাও কুতুবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে সদর উপজেলার বুড়িপোতা এবং কুতুবপুর ইউনিয়নের সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন শপথ বাক্য পাঠ করান।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আলমগীর হোসেন লালটু, মিলন হোসেন, ইসমাইল হোসেন,সার্থক আলী, জাহাঙ্গীর হোসেন,হাসানুর রহমান ,চন্চল,শাহাদাত হোসেন,উছাহেদ আলী।সংরক্ষিত সদস্য,হাজেরা খাতুন,রাবেয়া খাতুন এবং বুলবুলি খাতুন শপথ গ্রহণ করেন।এদিকে একই সাথে কুতুবপুর ইউনিয়ন পরিষদের আমজাদ হোসেন,গোলাম মোর্তোজা মতু,আশরাফুল আলম,আফরাজুল,হেলাল উদ্দিন,রাজন আলি,গোলাম হোসেন,আরিফুল ইসলাম,আবুল কাশেম।সংরক্ষিত সদস্য পদে আমেনা খাতুন,শাহনাজ খাতুন,রহিমা খাতুন শপথ গ্রহণ করেন।