মেহেরপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ফিতা কেটে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।
মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মাশতুরা আমিনা, নাহিদ হোসেন, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী প্রমূখ উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় ২৭ টি স্টল স্থান পেয়েছে।