মুজিবনগর উপজেলার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার পাশের হার
ডেস্ক নিউজ
Link Copied!
২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর মুজিবনগর উপজেলার কোন বিদ্যালয় থেকে কত ভাগ পাস করেছে তা নিম্নে প্রদত্ত হলো।
মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় ৮৪-৯৬%,আনন্দবাস এমএম একাডেমি ৯-৯০%,বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় ৮৭-৫%,দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৯১-৮২%, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৯০-৫৭%,শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৮৫-৮২%,কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৭-৮৯%,মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৬-২৩%,মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় ৮৮-৭৫%।
এছাড়াও গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮৮-৬৩%,জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ৮৭-৮৭%,মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় ৭৮-৪৯%,আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮৪%,এটি যে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৯১-৩০%,এবং বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় ৮২-৬৯% ছাত্র-ছাত্রী পাস করেছে।