ফুটবল ক্রিকেট দুটোতেই সাফল্য নারীদের « বিডিনিউজ৯৯৯ডটকম

ফুটবল ক্রিকেট দুটোতেই সাফল্য নারীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:০৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:০৯
Link Copied!

এখন যে কোনো আলোচনায় কোভিড-১৯ কথাটা উঠে আসে। করোনা শব্দটা শুনতে হয়। সমাজ, অর্থনীতি, ধর্ম কিংবা খেলার মাঠে, সব জায়গায় করোনা শব্দটা প্রতিটা মুহূর্ত মানুষের মুখে উচ্চারিত হচ্ছে। দৈনন্দিন জীবনে চলার পথে রূপ-লাবণ্য মাস্ক নামের মুখোশে ঢাকা পড়েছে। এতো বিধিনিষেধের মধ্যেও দেশের ক্রীড়াঙ্গন ২০২১ সালটা সবচেয়ে ব্যস্ততার মধ্যে কাটিয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা দেশ ঢাকায় এসেছিল।

২০২১ সালটা বাংলাদেশের খেলা প্রিয় মানুষগুলো টিভির পর্দায় চোখ রেখেছে। বিদেশের খেলাগুলা ছাড়াও দেশের কিছু কিছু খেলা স্টেডিয়ামে বসে দেখার সুযোগ ছিল না, করোনার কারণে। দর্শক অনুমতি পেলেও স্বল্প। তারপরও দেশের খেলাধুলা এবার সবচেয়ে বেশি ব্যস্ততার মধ্যে পার করেছে। একের পর এক আন্তর্জাতিক খেলা আয়োজন করেছে বাংলাদেশ। তিন বছর পর প্রিমিয়ার হকি লিগ মাঠে গাড়িয়েছিল এবার। করোনায় দুই বার পিছিয়ে যাওয়া এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি প্রথমবার আয়োজন করেছে বাংলাদেশ। এই বিজয়ের মাসে দেশের জাতীয় সংগীত শুনেছে ৭৫ দেশ। প্রত্যেকটা ম্যাচ ৭৫টা দেশে টিভি সম্প্রচার করা হয়েছে। বাংলাদেশ স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পেয়েছিল। উপমহাদেশের শক্তিশালী দল ভারত-পাকিস্তান, এশিয়ার আরেক শক্তিধর জাপান-কোরিয়া ঢাকায় খেলে গেল। ভারত-পাকিস্তান ছয় দিনের ব্যবধানে দুই বার খেলেছে। চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কোরিয়া।

সবচেয়ে বেশি আলোচনায় ছিল ক্রিকেট। ছেলেদের ক্রিকেট সমালোচিত ছিল আর নারী ক্রিকেট প্রশংসা কুড়িয়েছে। জানুয়ারিতে ঘরের মাঠে বাংলাদেশ ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় করে। মার্চে নিউজিল্যান্ড গিয়ে ৩-০ ব্যবধানে হারের লজ্জা মুখে ফিরতে হয় বাংলাদেশকে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল। সব কিছু মুছে দিয়েছে টি-২০ বিশ্বকাপ ব্যর্থতা।

বিজ্ঞাপন

woman
ছেলেদের ক্রিকেটে টি-২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে। মূল পর্বে গিয়ে একটি ম্যাচও জিতেনি বাংলাদেশ। সমালোচিত হয়েছেন ক্রিকেটাররা। সমালোচিত ছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো, তার কোচিং স্টাফ, সিলেকশন কমিটি, খেলোয়াড় ছিল অভ্যন্তরীণ কোন্দল। পারফরম্যান্স নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মন্তব্য ক্রিকেট পাড়ায় উত্তেজনা ছড়িয়েছিল। খেলোয়াড়রা অভিমান করেছিলেন। সমালোচনার জবাবে আয়নায় মুখ দেখতে বলেছিলেন মুশফিকুর রহিম। তার এই মন্তব্য ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছিল। দীর্ঘদিন চলল আয়নাবাজির আলোচনা। সবশেষে পাপনই সবাইকে বুকে টেনে নিয়েছিলেন।

বিসিবির নির্বাচন ক্ষাণিকটা উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত দুই একজন নতুন মুখ ঢুকেছেন বোর্ডে। ছেলেদের ক্রিকেটে যখন সমালোচনায় ভরা তখন নারী ক্রিকেট দিল সাফল্যের খবর। ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার নারীরা খেলার সুযোগ পায়। এখানেও করোনা হানা দিয়েছিল, জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের খেলা হয়েছিল। পাকিস্তান, যুক্তরাষ্ট্রকে হারিয়ে তৃতীয় খেলায় থাইল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে হেরে যায়। এরই মধ্যে করোনার আকেরটি স্রোত ওমিক্রন চলে আসে। বাছাই পর্ব বাদ। র্যাংকিংয়ের ভিত্তিতে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পায় বাংলাদেশের নারী ক্রিকেট দল। এর আগে তিনবার টি-২০ বিশ্বকাপ খেললেও ৫০ ওভারের বিশ্বকাপে প্রথম সুযোগ পেল বাংলাদেশ।

বছর শেষে সিরিজ খেলতে পাকিস্তান এসেছিল। কোচ সাকলাইন মুস্তাক দলের অনুশীলনে পাকিস্তানি পতাকা লাগানোয় দুই-একজন সমালোচনা করলেও পরে তারা থেমে যায়। বাংলাদেশের একাধিক দর্শক পাকিস্তানের জার্সি গায়ে খেলা দেখতে মাঠে এসে বিড়ম্বনার শিকার হয়েছিলেন, হেনস্তা হয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষেও বাংলার ক্রিকেটাররা একটি ম্যাচও জিততে পারেনি।

বিজ্ঞাপন

ফুটবল : পুরুষ ফুটবলে এবার প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ না জিতলেও এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে। নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে রানার্সআপ হয় বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের খেলা হয়েছে মালদ্বীপে। বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ফিরেই শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী কাপে খেলেও রানার্সআপ হয়। এশিয়ান কাপে বসুন্ধরা কিংস ব্যর্থ হয়েছে। করোনার মধ্যেও প্রিমিয়ার ফুটবল আয়োজন হওয়ায় দেশের শত শত খেলোয়াড় তাদের রুটিরুজি পেয়েছে। দারুণ সাড়া ফেলেছিল নারী ফুটবল, সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালের আগে লিগ ম্যাচেও ভারতকে হারিয়েছিল বাংলার নারীরা। নারী ফুটবলের এই সাফল্য দেশের ফুটবলে সাড়া ফেলেছে। কিন্তু পুরুষ ফুটবলে আশাজাগানিয়া কোনো খবর নেই।

ফেডারেশন কাপ ফুটবলে এক সঙ্গে তিন তিনটি ক্লাব বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা এবং মুক্তিযোদ্ধা সংসদ ওয়াকওভার দিয়ে ঘরোয়া টুর্নামেন্টের গায়ে কলঙ্কের কালি লাগিয়েছে। তিন ক্লাবকে আগামী ফেডারেশন কাপে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং অর্থ জরিমানা করা হয়েছে।

ফিফা বাফুফের অর্থনৈতিক বিষয়ে অনিয়মের কথা জানিয়েছিল। বলা হয়েছিল ক্রয়সংক্রান্ত নিয়ম, টেন্ডার পদ্ধতি, বিল পরিশোধের পদ্ধতি লিখিত নীতি প্রণয়ন করতে নির্দেশ দেয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান ভলিবল : বছরের শেষটা গেল আন্তর্জাতিক এশিয়ান ভলিবল দিয়ে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্ট। মিরপুরে ইনডোরে আয়োজিত টুর্নামেন্টে নারী দল মাত্র এক ম্যাচ জিতেছে। আর পুরুষরা ফাইনালে খেলেছে।

অন্যান্য : মুম্বাইয়ে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার শরীর গঠন প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো বডিবিল্ডার প্রথম আন্তর্জাতিক পদক (ব্রোঞ্জ) জয় করলেন মাকসুদা আক্তার।

এক যুগ পর এবার আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। ৯ জন গ্র্যান্ডমাস্টার খেলেছে। এর পর আবার আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট হয়েছে শেখ রাসেলের নামে। সেখানে ৩২ জন গ্র্যান্ডমাস্টার অংশগ্রহণ করেন। কিন্তু বাংলাদেশের কোনো দাবাড়~ নর্ম অর্জন করতে পারেননি। অনেক দিন এবার জাতীয় দাবায় এক সঙ্গে খেলছেন পাঁচ গ্র্যান্ডমাস্টার।

বিষয়ঃ

সর্বশেষ: