নতুন বছরে প্রত্যাশা পূরণ করতে আসছি « বিডিনিউজ৯৯৯ডটকম

নতুন বছরে প্রত্যাশা পূরণ করতে আসছি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩০
Link Copied!

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল আবারো পেছাতে যাচ্ছে আলিয়া ভাটের বহুল আলোচিত ‘আরআরআর’ সিনেমার মুক্তির তারিখ। কারণ বছরের শেষদিন পর্দায় আসার কথা ছিল ‘জার্সি’ সিনেমাটির।

যদিও এর আগে একাধিক প্রযোজক-নির্মাতার সঙ্গে আলোচনা করে নিজের সিনেমার পাশাপাশি তাদের সিনেমা মুক্তি না দিতে অনুরোধ করেছিলেন ‘আরআরআর’ নির্মাতা রাজমৌলি। কিন্তু এত আলোচনার পর জার্সি মুক্তি নিয়ে বিপাকে পড়েন তিনি। তবে এবার সেই শঙ্ক দূর হওয়ায় নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।

জানা গেছে, আজ মুক্তি পাচ্ছে না ‘জার্সি’। ফলে আগামী ৭ তারিখেই বছরের প্রথম সিনেমা হিসেবে পর্দায় আসছে আলিয়ার ‘আরআরআর’।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘সিনেমা মুক্তির বিষয়টি মূলত নির্মাতা-প্রযোজকের হলেও শিল্প হিসেবে আমারও ভাবনার বিষয় থাকে। শুধু বিগ বাজেট বলে বলছি না, একটি সিনেমার সফলতা ব্যর্থতার ওপর তারকাদের ক্যারিয়ার নির্ভর করে। তাই ভালো সময় দেখেই সিনেমা মুক্তির পক্ষে সবাই থাকে। তবে সকল শঙ্কা কাটিয়ে নির্ধারিত তারিখে সিনেমাটি পর্দায় আসছে। খবরটি শুধু আমার জন্য নয়, সিনেপ্রেমীদেরও আনন্দে ভাসাবে। বলতে পারেন, নতুন বছরে সবার প্রত্যাশা পূরণ করতে আসছি।’

বিষয়ঃ

সর্বশেষ: