পুতিনকে হুঁশিয়ারির পর এবার ইউক্রেনের নেতার সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন « বিডিনিউজ৯৯৯ডটকম

পুতিনকে হুঁশিয়ারির পর এবার ইউক্রেনের নেতার সঙ্গে ফোনালাপ করবেন বাইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৪২
Link Copied!

প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি আগামীকাল রোববার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ এ কথা নিশ্চিত করেছে।

ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ ইউক্রেনে রাশিয়া কোনো ধরনের আগ্রাসন চালালে তাদের কঠোর জবাব দেওয়া হবে—রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট এমন সতর্কবার্তা জানানোর পর ইউক্রেনের নেতা সঙ্গে ফোনালাপ করতে যাচ্ছেন জো বাইডেন। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

ডেলওয়ারের উইলমিংটনে গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জো বাইডেন। সেখানে এই প্রথম সরাসরি কঠোর ভাষা ব্যবহার করে বাইডেন বলেন, ‘আমি প্রকাশ্যে এখানে আলোচনা করতে আসিনি, আমরা এটা স্পষ্ট করে বলেছি, তিনি (পুতিন) ইউক্রেনে আগ্রাসন চালাতে পারেন না।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের ব্রিফিংকালে বাইডেন আরও জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে স্পষ্ট বলে দিয়েছেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব এবং আমরা ন্যাটো মিত্রদের নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি জোরদার করব।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সঙ্গে আগামীকাল কথা বলার সময় বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া বাইডেন এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতিও পর্যালোচনা করবেন।

এদিকে, বাইডেনের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে জেলানস্কি এক টুইটবার্তায় জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: