মধুখালীতে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার প্রচারনা মধ্যরাত পর্যন্ত
ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন (৫ম ধাপের) আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন রাত পোহালেই কাল। চারটি ইউনিয়নের আনাচে কানাচে এখন নির্বাচন নিয়ে মুখরিত। মোড়ের দোকানপাঠ,চায়ের স্টল,বাজার এমনকি নিজ নিজ বাড়িতে নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে। কে হচ্ছেন আগামী ৫ বছরের জন্য চেয়ারম্যান মেম্বার এ নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। কে কত ভোট পাবে তাও নির্ধারন করা হচ্ছে চায়ের দোকানে বসে। আর প্রার্থীরা ও তাঁদের কর্মীরা ছুটছে বাড়ি বাড়ি। দিন পেরিয়ে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে যাচ্ছে প্রার্থীরা ও তাঁদের কর্মীরা।উপজেলার জাহাপুর ইউনিয়নে রয়েছে চারজন চেয়ারম্যান প্রার্থী। আওয়ামীলীগ মো. শামসুল ইসলাম বাচ্চু, স্বতন্ত্র আজাদ রহমান, বর্তমান চেয়ারম্যান মোল্যা মো. ইসহাক,মো. শহিদুল্লাহ। এখানে ত্রিমুখী লড়াই হবে বলে একাধিক ভোটাররা জানিয়েছে। রায়পুর ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আওয়ামীলীগ হতে বর্তমান চেয়ারম্যান মোতালেব হোসেন মৃধা,স্বতন্ত্র জাকির হোসেন মিয়া,মো.মামুন খান, মো. সিরাজুল ইসলাম। এদের মধ্যে নৌকার প্রার্থী মোতালেব হোসেন মৃধার সাথে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মিয়ার প্রতিদ্বন্ধিতা হবে বলে ভোটারদের ধারনা। বাগাট ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আওয়ামীলীগ হতে বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, স্বতন্ত্র আঃ রহিম ফকির ও ইউসুফ হোসেন মোল্যা। এখানে নৌকার প্রার্থী মতিয়ার রহমান খানের সাথে স্বতন্ত্র প্রার্থী আঃ রহিম ফকিরের প্রতিযোগিতা হবে বলে ভোটারদের অভিমত। কামারখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে তিন জন। আওয়ামীলীগের বর্তমান চেযঅরম্যান জাহিদুর রহমান বিশ^াস বাবু, স্বতন্ত্র হতে বিএনপির উপজেলা সভাপতি রাকিব হোসেন চৌধর ইরান, মো. জাকির শেখ। এখানে নৌকার প্রার্থী জাহিদুর রহমানের সাথে স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেনের প্রতিযোগিতা হবে বলে ভোটাররা নিশ্চিত করেছেন। এছাড়া ৪ ইউনিয়নে সংরক্ষিত মহিল প্রার্থী রয়েছে ৪৪ জন এবং সাধারন আসনে সদস্য রয়েছেন ১শত ৩৪ জন প্রার্থী। এদিকে নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে উপজেরা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার রাসেদুল ইসলাম।