সম্পর্ক পুনরুদ্ধারে সৌদি যাচ্ছেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের অংশ হিসেবে তিনি এই সফর করবেন। খবর ডেইলি সাবাহর।
ইস্তামবুলে এক বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে তুরস্কের এই প্রেসিডেন্ট ২০২১ সালে বৈদেশিক বাণিজ্যের প্রাথমিক আকার ঘোষণা দেন। এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে আগামী মাসে ব্যবসা নিয়ে আলোচনার কথা জানান।
এক দশক উত্তেজনার পর আঙ্কারা এবং রিয়াদ সাম্প্রতিক মাসগুলিতে কূটনৈতিক টানাপোড়েন মীমাংসার চেষ্টা করছে। ২০১৮ সালে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।
প্রেসিডেন্ট এরদোয়ান ২০২১ সালের এপ্রিল ও মে মাসে সৌদি বাদশা সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এর এক মাস পর এরদোগান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রত্যাশা করেন।
তুরস্ক মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও পুনরায় সম্পর্ক গড়তে অগ্রসর হয়েছে।
২০২১ সালের মে মাসে তুরস্ক আলোচনার জন্য সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠায়। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সৌদি আরব প্রকাশ্যে কখনো তুরস্কের পণ্য বর্জনের ঘোষণা দেয়নি। তবে গত বছর সৌদি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর (তুরস্ক-সৌদি) মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে পণ্য বর্জনের কথা জানায়।
অনানুষ্ঠানিক এই অবরোধ এড়াতে তুরস্কের রপ্তানিকারকরা খাদ্য, পোশাক এবং অন্যান্য পণ্যগুলো ভিন্ন জায়গায় রপ্তানি শুরু করে।