টিএমএসএসের ঋণের টাকার যথাযথ প্রয়োগ করতে সদস্যদের প্রতি আহবান জানান আব্দুল খালেক খান « বিডিনিউজ৯৯৯ডটকম

টিএমএসএসের ঋণের টাকার যথাযথ প্রয়োগ করতে সদস্যদের প্রতি আহবান জানান আব্দুল খালেক খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:২৯
Link Copied!

পাবনার টিএমএসএসের দোগাছি শাখার উদ্যোগে টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধির সাথে ঋনগ্রহিতা সদস্য ও আমানতকারীদের মধ্যে ঋন বিতরন, খেলাপি, মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় এবং ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল ৪ ডিসেম্বর দোগাছি কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের দোগাছি শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হাই প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক প্রাপ্ত সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রাজশাহী বিভাগের বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট (T.I.I.A- টিয়া) প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম। প্রধান অতিথি টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম এর পক্ষ থেকে সবাই কে নতুন বছরের ফুলেল শুভেচছা জানিয়ে কর্মকর্তা ও সদস্যদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। তিনি সংস্থার সদস্যদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া ও অন্যদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য তিনি সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান। টিয়া প্রতিনিধি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তা ও সদস্যদের আহবান জানান। কর্মকর্তাদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম, মোঃ আঃ মান্নান,মোছা রিতা খাতুন,মোঃ দুলু মিয়া, মোছাঃ কানচনারা,সদস্যদের মধ্যে মোছাঃ সম্পা, মোছঃ খাদিজা খাতুন, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আসাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে টিয়া প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম
কয়েকজন সদস্যদের মধ্যে ঋন বিতরন করা হয়।

বিষয়:

সর্বশেষ: