বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর চেয়ার’ « বিডিনিউজ৯৯৯ডটকম

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর চেয়ার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১০:৫৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১০:৫৩
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানে বসানো এ আসনের নাম ‘বীর চেয়ার’।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ চেয়ার বসানো করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যে কোনো সেবা নিতে থানায় গেলে নির্ধারিত এই আসনে বসবেন। সোমবার থেকে ‘বীর চেয়ারে’ বসার রীতি চালু হয়েছে।

বিজ্ঞাপন

‘বীর চেয়ার’বসানোর সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, এসআই ফয়জুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান।

জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মুক্তিযোদ্ধাদের এমন সম্মান প্রশংসনীয়। থানায় এসে মুক্তিযুদ্ধারা সংরক্ষিত চেয়ারে বসতে পারবেন এটা আনন্দের বিষয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, জাতির সূর্য সন্তানদের ঋণ কোনোভাবে শোধ সম্ভব নয়। পুলিশ সুপার ফরিদ উদ্দিন যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি অবশ্যই প্রশংসনীয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: