এশিয়া কাপ সরে আসতে পারে বাংলাদেশে « বিডিনিউজ৯৯৯ডটকম

এশিয়া কাপ সরে আসতে পারে বাংলাদেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৪:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৪:০৪
Link Copied!

অথনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের স্বত্ত্ব হারাতে পারে শ্রীলঙ্কা। আগামী আগস্টের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট সরে আসতে পারে বাংলাদেশে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ডটকম এমনই দাবি করেছে। সূত্রের মতে, শ্রীলঙ্কা আয়োজন করতে না পারলে আসরটি বাংলাদেশেই হবে। কারণ গরমের কারণে আগস্ট-সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আসরটি আয়োজন করার কঠিন হবে। এসিসি শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শ্রীলঙ্কায় আসর আয়োজন সম্ভব না হলে বাংলাদেশ হতে পারে বিকল্প। আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাত অবশ্যই বিকল্প ভৈন্যু হবে না। ওদিকে রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে পাকিস্তান এশিয়া কাপ খেলতে ভারতে যাবে না। আগামী বছরের বিশ্বকাপ নিয়েই তালবাহানা আছে তাদের। ভারতও আপাতত পাকিস্তান যাওয়ার বিষয়ে কিছু ভাবছে না। সেজন্য ভারত বা পাকিস্তানের ভেন্যু হওয়ার সম্ভাবনা নেই। শুধু এশিয়া কাপ নয় শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ আয়োজনের সুযোগও হারাতে পারে। জুনের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা আসার কথা অজিদের। ওই সিরিজ আয়োজনে সক্ষম হলে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারেও শক্ত অবস্থানে চলে যাবে শ্রীলঙ্কা।

বিষয়ঃ

সর্বশেষ: