জমজমের কূপের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব! « বিডিনিউজ৯৯৯ডটকম

জমজমের কূপের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:৩০
Link Copied!

বিমানে যাত্রীদের পবিত্র জমজম কূপের পানি বহন নিষিদ্ধ করেছে সৌদি সরকার। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে। অনলাইন জিও নিউজ, এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি জেনারেল সিভিল এভিয়েশন থেকে এ বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যাত্রীরা তাদের লাগেজে জমজমের পানি বহন করতে পারবেন না তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২০ মিটার দূরে মসজিদুল হারামের ভিতর অবস্থিত পবিত্র জমজম কূপ। মুসলিমদের কাছে এই কূপ এবং এর পানি অতি পবিত্র। ইসলামের ইতিহাসের সঙ্গে এই কূপ ও এর পানির অকাট্য সম্পর্ক আছে। এর পানিকে মুসলিমরা অতি পবিত্র বলে বিশ্বাস করে পান করেন পবিত্র হজের সময় এবং অন্যান্য সময় হজ বা ওমরাহ করতে যাওয়া মুসলিমরা সঙ্গে করে নিয়ে আসেন এই পানি।

বিষয়ঃ

সর্বশেষ: