ভারতে গণধর্ষণের দায়ে ৯ বাংলাদেশির কারাদণ্ড « বিডিনিউজ৯৯৯ডটকম

ভারতে গণধর্ষণের দায়ে ৯ বাংলাদেশির কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:২৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:২৩
Link Copied!

ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে গণধর্ষণের ঘটনায় ৭ বাংলাদেশিকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছে দেশটির সকার। গতকাল শুক্রবার ( ২০ মে) মামলার এ রায় আদেশ দেয়া হয়। এর আগে গত বছরের ২৭ মে মাসে ২২ বয়সি ওই বাংলাদেশি নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বেঙ্গালুরুর আদালত শুক্রবার ওই ধর্ষণ মামলার রায়ে চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম, মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেনসহ ৭জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া, তানিয়া খানকে ২০ বছর এবং মোহাম্মদ জামাল নামে দুজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আরও দুই নারী আসামিকে ৯ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ভুক্তভোগীসহ অভিযুক্তরা সবাই বাংলাদেশি নাগরিক, যারা ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। মামলায় এক অভিযুক্ত ছিলেন ভারতীয়, তবে তাকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। অপরাধ সংঘটিতের ২৮ দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার অভিযোগপত্র দাখিল এবং ৩ মাসে বিচার শেষ করা হয়।

বিষয়ঃ

সর্বশেষ: