৪ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বগুড়া, গাছ চাপায় নিহত ২
খালিদ হাসান
Link Copied!
বগুড়ায় ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে শাহীন( ৪৫) ও আব্দুল হালিম (৫০) নামের দুই ব্যক্তি মারা গেছেন। নিহত শাহীন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই মাঝপাড়া গ্রামের বাসিন্দা ও আব্দুল হালিম শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের বাসিন্দা। শনিবার (২১ মে) ভোর রাতে ৪ মিনিটের এ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বগুড়া। বগুড়া শহরসহ গোটা জেলার বিভিন্ন এলাকার অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। বিভিন্ন যায়গায় ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। এদিকে পরিবেশবাদী সংগঠন তীর দাবি করেছে, এ ঘূর্ণিঝড়ে পাঁচ শতাধিক পাখির মৃত্যু হয়েছে বগুড়ায়। আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র ৪ মিনিটের এ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ৮৮ দশমিক ৬ কিলোমিটার। পরে বাতাসের গতিবেগ কমে আসলে শুরু হয় বৃষ্টিপাত। ভোর সাড়ে ৫টা পর্যন্ত দমকা বাতাসের পাশাপাশি ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়।