লবণপানি-আদা দিয়ে করোনা মোকাবিলা করছেন কিম « বিডিনিউজ৯৯৯ডটকম

লবণপানি-আদা দিয়ে করোনা মোকাবিলা করছেন কিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৪:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৪:৩৩
Link Copied!

করোনাভাইরাসের কোনো টিকা এবং কার্যকরী অ্যান্টি-ভাইরাল ঔষধ ছাড়াই চলমান সংকট মোকাবিলার চেষ্টা করছে উত্তর কোরিয়া। কর্তৃপক্ষের নির্দেশে করোনা মোকাবিলায় লবণ-পানি, আদা ও ঔষধি পাতা ব্যবহার করছেন দেশটির অসহায় রোগীরা। যারা গুরুতর অসুস্থ নয়, তাদের আদা অথবা হানিসাকল (এক ধরনের ঔষধি গুণসম্পন্ন পাতা ও ফুল) চা পান করা এবং ইউলো পাতার পানি পান করার জন্য পরামর্শ দিচ্ছে ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান। তাদের দাবি, এ ধরনের গরম পানীয় গলা ব্যথা এবং কফের মতো করোনা ভাইরাসের হালকা লক্ষণ থেকে আরাম দিতে পারে। এ ছাড়া শরীর থেকে বেশি পানি বের হয়ে গেলে সেটির অভাবও পূরণ হয়। আদা এবং ইউলো পাতা শরীরের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সম্প্রতি এক দম্পতির সাক্ষাৎকার নিয়েছে, যারা সকাল-বিকাল লবণপানি দিয়ে গার্গল করার পরামর্শ দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী পিয়ংইয়ং-এ এক হাজার টন লবণ পাঠানো হয়েছে।

বিষয়ঃ

সর্বশেষ: