কারওয়ান বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২১ মে) অধিদফরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে বাজার ঘুরে এ অভিযানে ৩ দোকানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে দুইটি প্রতিষ্ঠানকে লাইটের কারণে ১হাজার টাকা করে মোট ২ হাজার টাকা এবং একটি প্রতিষ্ঠানকে পাকা রশিদ না দেয়ার কারণে এক হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমাদের অর্থনীতি যাতে চাঙ্গা থাকে সেজন্যই এই অভিযান। আমাদের দেশীয় ফলগুলো বেশি করে খেতে হবে। কারণ আমাদের যে ফলগুলো আমদানি করা হয় সেগুলোতে অতিরিক্ত খরচ আছে। তাই দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে। আমাদের মূল উদ্দেশ্য জরিমানা করা না, বাজারে শৃঙ্খলা ফেরানো।