মামলায় অযথা সময়ক্ষেপণ মামলাজট বৃদ্ধির অন্যতম কারণ: আইনমন্ত্রী « বিডিনিউজ৯৯৯ডটকম

মামলায় অযথা সময়ক্ষেপণ মামলাজট বৃদ্ধির অন্যতম কারণ: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৬:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৬:৫৫
Link Copied!

মামলায় অযাচিত সময়ক্ষেপণে বিধান মোতাবেক যে জরিমানা নির্ধারণ করা আছে তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২১ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে মামলাজট নিরসনে বিজ্ঞ গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও পাবলিক প্রসিকিউটরগণের (পিপি) সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আনিসুল হক বলেন, দেওয়ানী কার্যবিধি আইনের বিভিন্ন জায়গায় সময় বেধে দেয়া আছে। কিন্তু সেটা এখন বোধহয় আর দরকার নেই। তাই কমিটি করে দিয়েছি। সেই কমিটি দেওয়ানী কার্যবিধির মামলায় যে বেধে দেয়া সময় রয়েছে তা কতটুকু কমিয়ে আনা যায়, সে বিষয়ে তারা কাজ করছে। মামলায় অযথা সময়ক্ষেপণ মামলাজট বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলায় অযাচিত সময়ক্ষেপণে বিধান মোতাবেক যে জরিমানা নির্ধারণ করা আছে তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। সাক্ষ্য আইনের ১৫৫ ধারায় ধর্ষণের শিকার ভুক্তভোগীকে আদালতে সাক্ষ্যগ্রহণের সময় চরিত্র নিয়ে যে প্রশ্ন করা হয় তা অত্যন্ত মানহানীকর। নারীদের আমরা বেইজ্জতি করতে পারি না।

বিষয়ঃ

সর্বশেষ: