শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি সভাপতি « বিডিনিউজ৯৯৯ডটকম

শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২২ | ৫:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২২ | ৫:১১
Link Copied!

দুই দিনের সফরে আজ রোববার (২২ মে) বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। রোববার (২২ মে) দুপুর ১টা ৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরর অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকেই পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা বার্কলের নানা কার্যক্রম আজ থেকেই শুরু হয়েছে। তিনি দেশের ক্রিকেটের বিভিন্নি কাঠামো ঘুরে দেখবেন। যার ধারাবাহিকতায় পরিদর্শন করছেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বার্কলের ঢাকা সফরের কর্মসূচি নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার (২১ মে) জালাল ইউনুস বলেন, বার্কলে কালকে আসবেন, আমাদের কিছু ক্রিকেট অবকাঠামো দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিদর্শনের কথা আছে তার। উনি হয়তো ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে।

বিষয়ঃ

সর্বশেষ: