রাজধানীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার « বিডিনিউজ৯৯৯ডটকম

রাজধানীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:২৬
Link Copied!

নাশকতার মামলায় রাজধানী পল্লবীতে বিএনপির দুই নেতা এবং শাহ আলী থানা ছাত্রদল সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মিরন হোসেন, শাহ আলী থানা ছাত্রদলের সভাপতি রায়হান ইসলাম। বাকি দুইজন বিএনপি কর্মীর নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

রায়হানের বাবা বলেন, আমার ছেলেকে তার বোনের বিয়ের গায়েহলুদের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, পল্লবী থানার দুটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রিমান্ড চাওয়া হয়নি। তাদেরকে আদালতে তুললে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: