অটোরিকশা-মোটরসাইকেলে রংপুরের সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা « বিডিনিউজ৯৯৯ডটকম

অটোরিকশা-মোটরসাইকেলে রংপুরের সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১১:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১১:৩০
Link Copied!

রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে জেলা মোটর মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে আসছেন।

সমাবেশ সফল করতে গতকাল শুক্রবার রাত থেকেই মোটরসাইকেল ও অটোরিকশায় চেপে রংপুরে আসেন শত শত নেতাকর্মী। পরে তারা আত্মীয় স্বজন ও জেলার বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান নেন। অনেকে এসেছেন ট্রেনে করে।

আজ শনিবার সকাল ৯টায় নগরীর কামাল কাচনা এলাকায় জড়ো হন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

তাদের মধ্যে একজন হানিফ। তিনি জানান, ফজরের নামাজ পড়ে অটোরিকশা নিয়ে রওনা দেন তারা। খুব সকাল হওয়ায় কোথাও কোনো বাধার সম্মুখীন হননি। সমাবেশে যোগ দিতে তাদের আরও নেতাকর্মী আসছেন। সবাই এলে একসঙ্গে সমাবেশে অংশ নেবেন।

একই উপজেলা থেকে আসা আমিনুল হক নামের আরেক বিএনপি কর্মী জানান, সমাবেশে আসতে দশটি বাস ভাড়া নিয়েছিলেন তিনি। তবে ধর্মঘটের কারণে কোনো বাস আসতে পারেনি। পরে অটোরিকশায় করে তারা রংপুরে আসছেন।

সমাবেশে অংশ নিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে আসা কয়েকজন নেতাকর্মীরা জানান, রওনা দিতে দেরি হওয়ায় শুক্রবার সকালে তারা ট্রেন ধরতে পারেননি। পরে বিকেলে মোটরসাইকেলে করে রংপুরে এসেছেন।

বিজ্ঞাপন

বিএনপির রংপুর বিভাগী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু বলেন, ‘কোনো বাধাই মানবে না নেতাকর্মী ও সমর্থকরা। রাতেই হাজার হাজার নেতাকর্মী এসেছেন। সমাবেশ সফল হবে।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও খালেদ জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ ও ২২ অক্টোবর খুলনায় সমাবেশ করেছে দলটি। এরই ধারাবাহিকতায় আজ শনিবার রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে চতুর্থ গণসমাবেশ করছে বিএনপি।

বিষয়ঃ

সর্বশেষ: