রংপুরের মঞ্চেও চেয়ারপারসনের চেয়ার ফাঁকা রাখল বিএনপি « বিডিনিউজ৯৯৯ডটকম

রংপুরের মঞ্চেও চেয়ারপারসনের চেয়ার ফাঁকা রাখল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৩:১৪
জ্যেষ্ঠ প্রতিবেদক
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৩:১৪
Link Copied!
রংপুরের মঞ্চেও চেয়ারপারসনের চেয়ার ফাঁকা রাখল বিএনপি -- বিডিনিউজ৯৯৯ডটকম

ময়মনসিংহের সমাবেশ মঞ্চের মতো রংপুরের গণসমাবেশে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি শুরু করেছে বিএনপি।

শনিবার (২৯ অক্টোবর) শুরু হওয়া রংপুরের গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে।

দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে ময়মনসিংহের সমাবেশের ধারাবাহিকতায় খুলনাতেও মঞ্চে খালেদা জিয়ার সম্মানে চেয়ার ফাঁকা রাখা হয়েছিল। মাঝে বৃহস্পতিবার ঢাকায় যুবদলের সমাবেশে খালেদা জিয়ার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানেও চেয়ার ফাঁকা রাখা হয়।

রংপুর নগরীর বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়।

আজকের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গণসমাবেশে সভাপতিত্ব করছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

রংপুরে বিএনপির গণসমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ সকাল হতেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে কালেক্টরেট ঈদগাহ মাঠে। সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় রাস্তায় চলে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর অনেকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও এরপর থেকে পুরোপুরি রাজনৈতিক কর্মসূচির বাইরে সাবেক এই প্রধানমন্ত্রী।

তবে দলের বড় ধরণের কর্মসূচিতে তার প্রতি সম্মান জানিয়ে বিএনপি এমন করে আসন ফাঁকা রাখায় দলেন ভেতরে বাইরে বেশ প্রশংসা পাচ্ছে।

বিইউ/এএস

বিষয়ঃ

সর্বশেষ: