বিএনপি নাকি মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে অপসারণের পরিকল্পনা করছে। তারা নাকি মন্ত্রী পরিষদও গঠন করেছে।
শনিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা আওয়ামী লীগের সপ্তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে শুনছি ১০ ডিসেম্বর তারা (বিএনপি) ঢাকা দখল করবে, আমাদের তাড়িয়ে দেবে। আমরা শুনছি, তারা ডিক্লেয়ার করে নাই। আমরা শুনছি, তারা মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জনগণকে নিয়ে চলে। এদেশের জনগণ ভুল করবে না। তারা আওয়ামী লীগ ভোট দিয়ে জয়যুক্ত করবে।
বলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, লাখ মানুষের ঢল নেমেছে। আজকে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত নাই। সারাদেশের মানুষ মনে করে, যত দিন শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে ততদিন দেশ আলোকিত থাকবে।
নেতাকর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান খান বলেন, আমি আহ্বান রাখব, সবাই আমরা এক সঙ্গে চলব। প্রধানমন্ত্রীকে আমরা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।