নিজেকে মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে « বিডিনিউজ৯৯৯ডটকম

নিজেকে মেসেজ করা যাবে হোয়াটসঅ্যাপে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ১০:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ১০:২৪
Link Copied!

ফেসবুক মেসেঞ্জারে ব্যবহারকারী নিজেকেই মেসেজ পাঠাতে পারেন। এবার এই সুবিধা আসছে হোয়াটসঅ্যাপেও। এই সুবিধা চালু হলে ব্যবহারকারী নিজেদের কন্ট্যাক্ট স্ক্রল করতে-করতে একটি ‘ইউ’ অপশন দেখতে পাবেন। যা আসলে ওই ব্যবহারকারীর ব্যক্তিগত নম্বর। অ্যাপের নতুন ভার্সন থেকে ব্যবহারকারীরা নিজেদেরই মেসেজ পাঠাতে পারবেন।

শিগগিরই সেলফ চ্যাট ফিচার চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে।

appহোয়াটসঅ্যাপের এই নতুন সেলফ চ্যাট ফিচারটি অ্যাপের বেটা পরীক্ষকদের জন্য রোল আউট করা হয়েছে। খুব শিগগিরই সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচার উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

এই নতুন ফিচার তার ব্যবহারকারীদের নিজস্ব চ্যাট উইন্ডো স্পেস ব্যবহার করতে দেবে, যার মাধ্যমে তারা কোনও নোট নেওয়া, কী করবেন-কী করবেন না, তার তালিকায় তৈরি করা, এমনকি লিংক থেকে শুরু করে বিভিন্ন ফাইলও রেডি করে রাখতে পারবেন।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো এক প্রতিবেদনে নতুন এই ফিচারের স্ক্রিনশট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ব্যবহারকারীরা নিজেদের কন্ট্যাক্ট স্ক্রল করতে করতে একটি ‘ইউ’ অপশন দেখতে পাবেন, যা আসলে ওই ব্যবহারকারীর ব্যক্তিগত নম্বর। অ্যাপের নতুন ভার্সন থেকে ব্যবহারকারীরা নিজেদেরই মেসেজ পাঠাতে পারবেন।

নতুন বৈশিষ্ট্যটি মেসেজিং প্ল্যাটফর্মের মাল্টি-ডিভাইস সাপোর্ট ফিচারের ঠিক উপরেই রয়েছে।

বিজ্ঞাপন

appহোয়াটসঅ্যাপ বেটা ইনফো তাদের প্রতিবেদনে বলছে, ‘মাল্টি-ডিভাইসের অন্যতম একটি মিসিং ফিচার হল, লিংকড ডিভাইস থেকে নিজেকে মেসেজ করার ক্ষমতা।’

ফিচার্স ট্র্যাকার হোয়াটসঅ্যাপ বেটা ইনফো আরও বলছে, ‘হোয়াটসঅ্যাপ অবশেষে সাধারণ জনগণের কাছে রোল আউট করার আগে ডেস্কটপ বেটার ভবিষ্যত আপডেটে রিলিজ করতে একটি সমাধান তৈরি করছে।’

এই ফিচার সর্বপ্রথম ডেস্কটপ বেটা ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হবে।

বিষয়ঃ

সর্বশেষ: