কাতারকে হারালেও খুশি নন ইকুয়েডর কোচ « বিডিনিউজ৯৯৯ডটকম

কাতারকে হারালেও খুশি নন ইকুয়েডর কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ৫:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ৫:৩৮
Link Copied!

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতকাল রবিবার স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। দুটি গোলই করেছেন অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পরও শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারছেন না ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারো। তিনি বলেছেন, গ্রুপ পর্ব পার হতে আরও ভালো ফুটবল খেলতে হবে।

ম্যাচ শেষে ইকুয়েডর কোচ বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জিতেছি। এই ম্যাচ জেতার জন্য যা প্রয়োজন, আমরা সেটা করেছি। বিরতির সময় আমি খেলোয়াড়দের জিজ্ঞাস করেছিলাম, তারা কী খুশি? তারা বলেছে, না, তারা আরও ভালো খেলতে সক্ষম। জয়ের জন্য তাদের অভিনন্দন জানিয়েছি, তবে বলছি আরও ভালো করতে হবে। ‘

ইকুয়েডরের পরের দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল। দুটি দলই প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন। তাদের বিপক্ষে জিততে হলে পারফর্মেন্সের উন্নতি ঘটানোর বিকল্প নেই। সেটা মনে করিয়ে আলফারো বলেছেন, ‘নকআউট পর্বে যেতে হলে আমাদের ভালোভাবে গ্রুপ পর্ব শেষ করতে হবে। সামনে এগোতে হলে আমাদের উন্নতির প্রয়োজন। নিজেদের প্রথম ম্যাচে জেতার পরও অনেক দল পরের ধাপে যেতে পারে না। ‘

বিজ্ঞাপন

সর্বশেষ: