মারা গেছেন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি « বিডিনিউজ৯৯৯ডটকম

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ | ৯:৪৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ | ৯:৪৪
Link Copied!
ওয়ালিউল হক রুমি -- বিডিনিউজ৯৯৯ডটকম

মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় ও সমাদৃত অভিনেতা অলিউল হক রুমি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এই অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিনেতা কোলন ক্যানসারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে তার প্রাথমিক চিকিৎসাও হয়। এরপর দেশে চলছিল তার চিকিৎসা।

গুণী এই অভিনেতা অভিনয় জীবনে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়।

বিজ্ঞাপন

বিশেষ করে বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করতেন রুমি। এ ভাষাতেই দর্শকদের হাসাতেন ও কাঁদাতেন। তাইতো তার মৃত্যুতে স্তব্ধ দর্শক হৃদয়।

ওয়ালিউল হক রুমির জন্ম বরগুনায়। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে রুমি সবার ছোট।

১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন রুমি। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এরপর থেকে টেলিভিশনের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

সর্বশেষ: