বাংলাদেশ সীমান্তের জান্তা হেডকোয়ার্টার দখল করলো আরাকান আর্মি « বিডিনিউজ৯৯৯ডটকম

বাংলাদেশ সীমান্তের জান্তা হেডকোয়ার্টার দখল করলো আরাকান আর্মি

সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৫ মে, ২০২৪ | ১২:৪৫
সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৫ মে, ২০২৪ | ১২:৪৫
Link Copied!
ছবি সংগৃহীত: মিয়ানমার জান্তার গুরুত্বপূর্ণ মংডু ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি। -- বিডিনিউজ৯৯৯ডটকম

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের জান্তা সরকারের একটি বর্ডার গার্ড হেডকোয়ার্টার দখল করেছে আরাকান আর্মি (এএ)। শুক্রবার (৩ মে) রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপে হেডকোয়ার্টার দখলের পর এর সৈন্যরা শহরে প্রবেশ করেছে।

এর আগে কি কান পাইন ক্যাম্প আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা।

আরাকান আর্মির একটি সূত্র জানায়, কি কান পাইন গ্রামটি মংডু থেকে ১২ কিলোমিটার উত্তরে। ঘাঁটি পতনের আগে জান্তা তাদের কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল।

বিজ্ঞাপন

ওই এলাকার একজন বাসিন্দা জানান, জান্তা এখনো শহরে অন্যান্য ফাঁড়ি ধরে রেখেছে। রাখাইন মিডিয়া জানিয়েছে, প্রায় ৫০ জন জান্তা সেনা এএ-এর কাছে আত্মসমর্পণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনও পুলিশ সদর দপ্তরকে রক্ষা করছে। তবে ইরাবতি রিপোর্টগুলো যাচাই করতে পারেনি।

বাসিন্দারা জানিয়েছেন, কিছু জান্তা সৈন্য বাংলাদেশে পালিয়ে এসেছে এবং সরকার শুক্র ও শনিবার মংডু, বুথিডাং এবং পাউকতাউ শহরে বারবার বিমান ও কামান হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

একজন সামরিক বিশ্লেষক বলেছেন, এএ বুথিডাং, মংডু এবং অ্যানের জান্তা ঘাঁটিতে আক্রমণ করছে। আমরা শুনেছি যে এটি সিত্তওয়ে এবং কিয়াউকফিউতে বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত বছরের নভেম্বরে আক্রমণ শুরুর পর থেকে, এএ দক্ষিণ চিন রাজ্যের নয়টি রাখাইন শহর এবং পালেতওয়া টাউনশিপ দখল করেছে।

বিষয়ঃ

সর্বশেষ: