সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত « বিডিনিউজ৯৯৯ডটকম

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১২ মে, ২০২৪ | ৭:১৭
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১২ মে, ২০২৪ | ৭:১৭
Link Copied!

“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই—এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নার্স দিবস আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর সারা বিশ্বব্যাপীর ন্যায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

রবিবার ( ১২ মে ২০২৪) সকাল ১০ টায় নাসিং ইনস্টিটিউট সিরাজগঞ্জের আয়োজনে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ করে নাসিং ইনস্টিটিউটে এসে শেষ হয়। এর আগে উক্ত র‌্যালি উদ্বোধন করেন, নাসিং ইনস্টিটিউট সিরাজগঞ্জের সভাপতি রেহানা খাতুন। পরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় নাসিং ইন্সট্রাক্টর ইনচার্জ ও অনুষ্ঠানের সভাপতি রেহানা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এসময়ে তিনি বলেন, সেবার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিণত হয়েছিলেন। তাই সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের দিবসটি শুধু উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সততা, নিষ্ঠা ও নিজেদের সেবার মানকে আরো উন্নত করতে হবে। মানুষ অসুস্থ হলে আগে ডাক্তারের চাইতে বেশী সেবা দিয়ে থাকে একজন নার্স তাই এই পেশাকে সন্মানের জায়গায় রেখে মানবতায় কাজ করতে হবে। তাহলেই একজন প্রকৃত সেবাদানে প্রকৃত ভাবে ভালো মানুষ হতে সক্ষম হবে। নার্সেস দিবসের সফলা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রতন কুমার রায়। ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সেবা তত্বাবধায়ক মোছাঃ লাভলী ইয়াসমিন, জেলা পাবলিক হেলথ নার্স সিভিল সার্জন কার্যালয় রেখা রাণী দে, স্বাধীনতা নার্সেস পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নাসিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মমতাজ মহল, স্বাধীনতা নার্সেস পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নাসিং ইনস্টিটিউটের নাসিং ইন্সট্রাক্টর নাজমা ইয়াসমিন, ও রিনা সুলতানা, ফাতেমা খাতুন, মরিয়ম বেগম মুক্তি, হামিদা খাতুন, নারজিনা খাতুন, বিনতা অধিকারী, সুরাইয়া বানু প্রমুখ। অনুঠানটি সঞ্চালনা করেন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী মনিরা খাতুন ও ডিপ্লোমা ইন নাসিং দ্বিতীয় বর্ষের ছাএী পূজা রাণী সরকার।

বিজ্ঞাপন

বিষয়:

সর্বশেষ: