অনলাইনে ছড়িয়ে পড়া ‘২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ মর্মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যসংবলিত অডিওর ফরেনসিক রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। রিপোর্টে বক্তব্যটি শেখ হাসিনার বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আদালত অবমাননা বলে উল্লেখ করে শেখ হাসিনাসহ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাদের আগামী ১৫ মে’র মধ্যে জবাব দিতে বলেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ এপ্রিল) ফরেনসিক রিপোর্ট দাখিলের পর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ওই নোটিশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে একটা আবেদন পাঠানো হয়। তারা তদন্তকালে সোশ্যাল মিডিয়া ও সাধারণ গণমাধ্যমে তথ্য পান যে, এই ট্রাইব্যুনালের একজন আসামি- অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে টেলিফোনে একটা কনভারসেশন হয়, যা সামাজিকমাধ্যমে প্রথমে ভাইরাল হয় এবং পরে প্রিন্ট মিডিয়ায় অনেক নিউজ হয়। সেই কনভারসেশনে দেখা গেছে, আসামি শেখ হাসিনা শাকিল আহমেদকে বলছেন, ‘আমার বিরুদ্ধে সারা দেশে যে ২২৬টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে, তাদের মারার আমি লাইসেন্স পেয়ে গেছি।’ এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন। তাদের কারও বাড়িঘর যেন অক্ষত না থাকে। একই সঙ্গে তিনি পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন যে, তারা যেন মনে রাখে, ভবিষ্যতেও চাকরি করতে হবে।”
এই কথোপকথনের মাধ্যমে তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে, আসামি শেখ হাসিনা ও শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং সাক্ষীদের ভয়ভীতি দেখিয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে সাক্ষীরা সাক্ষ্য দিতে ভয় পাবেন। তদন্ত ও বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এই কনভারসেশন সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়েছে এবং ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা ও শাকিল আহমেদরই কনভারসেশন এটি। বানানো কোনো কিছু নয়। এ জন্য আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম শেখ হাসিনা ও শাকিলের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা প্রক্রিয়া শুরু করার জন্য। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই দুজনের বিরুদ্ধে নোটিশ ইস্যু করেছেন। আগামী ১৫ মে অথবা তার আগে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে কিংবা আইনজীবীর মাধ্যমে তাদের কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা উপস্থাপন করতে বলা হয়েছে।’
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে গত বছরের ৫ ডিসেম্বর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে বিশেষ করে ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে প্রকাশিত শেখ হাসিনার বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালের ওই আদেশের কয়েক দিন আগে শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য ও ফোনালাপ সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় ফাঁস হয়েছে। সেখানে একটি কনভারসেশনে শেখ হাসিনা বলেছেন ২২৬টি মামলা হয়েছে। অতএব তিনি ২২৬ জনকে হত্যার সার্টিফিকেট পেয়ে গেছেন, লাইসেন্স পেয়ে গেছেন। তিনি আরও বলেছেন, ‘তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের বাড়িঘর নেই।’
আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান।
আপনার মতামত লিখুন