খুঁজুন
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর

দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পর সব মামলায় খালাস পাওয়ায় অবশেষে কারামুক্ত হয়েছেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কারামুক্ত হন তিনি। এর আগে বাবরের মুক্তি ঘিরে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স-ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

জাহাঙ্গীর কবির বলেন, লুৎফুজ্জামান বাবরের সঙ্গে আরও পাঁচজন মুক্তি পেয়েছেন। তারা হলেন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিমান বাহিনীর উইং কমান্ডার (অব.) সাহাবুদ্দিন আহম্মদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এনএসআইয়ের সাবেক ফিল্ড অফিসার আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক এমডি মহসিন উদ্দিন তালুকদার, এনএসআই ডিজি ও ডিজিএফআইয়ের সাবেক ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর (অব.) এম লিয়াকত হোসেন।

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

জানা যায়, লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শের-ই-বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতারা উপস্থিত থাকার কথা জানা যায়।

ট্রাফিক আইন নিয়ন্ত্রণে তৎপর বিআরটিএ

বিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
বিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মালিক শ্রমিক সংগঠনের সাথে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১ গোল চত্তর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, লিফলেট বিতরণ এবং সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক হেল্পার সহ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র সুদক্ষ চেয়ারম্যান মোঃ ইয়াসিন, (ইঞ্জিনিয়ার) সুধাংশু শেখর বিশ্বাস, বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) শহিদুল্লাহ, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাস, সহ পরিচালক (ইঞ্জিনিয়ার এমটি) মোঃ শামসুল কবির আফজাল হোসেন সহ অনেকে।

মালিক শ্রমিক সংগঠনের পক্ষে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুর রহিম বক্স দুদু, প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, ট্রাফিকের ডিসি (মিরপুর ও তেজগাঁও) মোহাম্মদ রফিকুল ইসলাম, এসি শরীফ, টিআই জুবায়ের, নিরাপদ সড়ক চাই মিরপুর প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নাঈম, মালিক শ্রমিক ফেডারেশনের মিরপুরে নেতা হাবিব, সাইফুল, বকুল, ফারুক সহ গাবতলী মিরপুর পল্লবীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এ সময় বিআরটিএ’র মাননীয় চেয়ারম্যান বলেন, “রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মালিক শ্রমিক সংগঠন সহ কর্মরত বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে কাজ করছি। মিরপুর-১ গোলচক্করে পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি, বাস স্টপ তৈরির দিক নির্দেশনা দিয়েছি।”

ডিসি (ট্রাফিক) রফিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে আমরা কাজ করছি, নতুন লেন বৃদ্ধি সড়কে শৃঙ্খলা বৃদ্ধিতে সহায়ক হবে।

সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন সভাপতি দুদু বলেন, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও জনসচেতন বৃদ্ধিতে ড্রাইভার হেলপারদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নতুন উদ্যোগ সড়কের যানজট নিরসনে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে আরো সহায়ক হবে।

ভূতাত্ত্বিকদের চাঞ্চল্যকর আবিষ্কার: দু-ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
ভূতাত্ত্বিকদের চাঞ্চল্যকর আবিষ্কার: দু-ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত

ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষে পৃথিবীর সুউচ্চ হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল, এবং এই সংঘর্ষ আজও চলছে। ফলে হিমালয়ের উচ্চতা বাড়ছে প্রতি বছর। তবে, এই সংঘর্ষের মধ্যে ভারতীয় টেকটনিক প্লেটও ভাঙছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ইতিমধ্যেই তিব্বতের নিচে ভারতীয় টেকটনিক প্লেটে একটি ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষভাবে, এই প্লেটটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে: একটি প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, এবং অন্যটি পৃথিবীর আর্থ ম্যান্টেলে চলে যাচ্ছে।

সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেছেন, বর্তমানে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছে। এর ফলে, গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্নতার কারণ হচ্ছে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কি। পৃথিবীর গভীরে অত্যন্ত জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা সাধারণত দেখা যায় না।

২০২৩ সালে চীনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণা করছিলেন। তাদের গবেষণায় তারা লক্ষ্য করেন যে, ভারতীয় প্লেটের আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। বিশেষভাবে, দক্ষিণ তিব্বতের ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত হন যে, ফাটল শুরু হয়েছে তিব্বতের নিচে।

ডিসেম্বরে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আমেরিকান জিওফিজিক্যাল কনফারেন্সে বিজ্ঞানীরা এ বিষয়ে একটি থিওরি উপস্থাপন করেন। তারা বলেন, এমন একটি ফাটল খুবই বিরল, যা টেকটনিক প্লেটের মধ্যে দেখা যায়। যদিও ভারতের অনেক অংশ অবিচ্ছিন্ন থাকবে, তবে ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দেশ দুটি ভাগ হয়ে যেতে পারে।

এই ঘটনা হিমালয়ের গঠন এবং ওই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বলে মন্তব্য করেছেন ইউট্রেচ্ট ইউনিভার্সিটির ভূ-গতিবিদ্যাবিদ ডুয়ে ভ্যান হিন্সবার্গেন। তিনি বলেন, “আমরা জানতাম না যে মহাদেশগুলি এইভাবে আচরণ করতে পারে, এবং এটি পৃথিবী বিজ্ঞানকে একটি মৌলিক নতুন দৃষ্টিকোণ প্রদান করছে।”

এটি একটি যুগান্তকারী গবেষণা, যা ভবিষ্যতে ভূমিকম্প এবং হিমালয়ের গঠন সম্পর্কে আমাদের ধারণাকে আরো স্পষ্ট করতে সাহায্য করবে।

সূত্র: দ্য ব্রাইটার সাইড।

মো: আলীমুজ্জামান অর্জন করলেন Leadership Excellence Award 2024

মোঃ হাসানুজ্জামান ,বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
মো: আলীমুজ্জামান অর্জন করলেন Leadership Excellence Award 2024

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ “Leadership Excellence Award 2024” অর্জন করেছেন দ্যা রিয়েল কনসালটেন্ট-এর লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান।

Global Star Communication আয়োজিত এই পুরস্কার তার নেতৃত্বে ভ্যাট সচেতনতা বৃদ্ধির নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। মো: আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এছাড়া তার উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল “ভ্যাটবন্ধু নিউজ” ভ্যাট সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।

ভবিষ্যতে “মিশন ২০৩০” বাস্তবায়নের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তার পরিকল্পনায় রয়েছে কাস্টমাইজড প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেক্টরভিত্তিক গাইডলাইন প্রণয়ন।

এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ভ্যাট ব্যবস্থার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা।

১৭ জানুয়ারি ২০২৫ হোটেল হলিডে ইন এ উক্ত Leadership Excellence Award 2024-এর অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট তানভীর আরাফাত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন Global Star Communication-এর সিইও শামীম রেজা। এ সময় মো: আলীমুজ্জামানের অর্জনকে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।