সিরাজগঞ্জের মাছুমপুরে প্রমীলা ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ঢাকা জেলা প্রমীলা ফুটবল দল ও রাজশাহী জেলা প্রমীলা ফুটবল দলের মধ্যে আকর্ষণীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় ঢাকা জেলা প্রমীলা ফুটবল দল ট্রাইব্রেকারে ৩-১ গোলে রাজশাহী জেলা প্রমীলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ প্রমীলা দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মাছুম ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুটের আয়োজনে, মাছুমপুর ক্রীড়া চক্রের সার্বিক সহযোগিতায়, শনিবার (১ ফ্রেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মাছুমপুর ক্রীড়া চক্রের মাঠে অনুষ্ঠিত প্রমীলা ফুটবল খেলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
উক্ত খেলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাছুমপুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহফুজ আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাগাবাড়ি মিল্কভিটা পরিচালনা পর্ষদের পরিচালক মোস্তাফিজুর রহমান মনির, মাছুম ক্রীড়া চক্রের সহ-সভাপতি সাবেক কৃতি ফুটবলার এ.কে.এম. ফরিদুজ্জামান ষ্ট্যালিন, শহর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আলামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু সহ অন্যান্যরা।
প্রমীলা ফুটবল দলের ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার দর্শকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন