খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ, ১৪৩১

জাতিসংঘের সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
জাতিসংঘের সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের (ওএইচসিএইচআর) র‍্যাব বিলুপ্ত, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখাসহ বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসবি ইমিগ্রেশনের বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা/অভিযোগ ৯৯৯-এ জানানোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

জাতিসংঘ র‍্যাব বিলুপ্তির প্রস্তাব দিয়েছে। বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকা, ডিজিএফআইকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখা ও আনসারের ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ না রাখার বিষয় প্রস্তাবনাও দিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে আপনাদের অবস্থান কী- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসবো। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) সেটা আমরা জানাবো। তাদের এই তদন্তের বিষয়ে আমরা তো সবাই স্বাগত জানিয়েছি। তারা একটা ভালো কাজ করেছে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেবো।’

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুসন্ধানী দল। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক ও অন্যরা।

কেন্দ্রীয় কারাগারের হাজতি অসুস্থ হয়ে মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
কেন্দ্রীয় কারাগারের হাজতি অসুস্থ হয়ে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আব্দুর রাজ্জাক (৫৫) হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুঃ)বিকেলে দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোঃ মেহেদী বলেন,
বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলে,
এ,রাজ্জাক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজতি নাম্বার ৩৪৮৫৯/২৪ নিহতের গ্রামের বাড়ী ঢাকার সাভারের মজিদপুর এলাকার আব্দুর রহমানের সন্তান তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো বলে,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেলকুচিতে বাংলাদেশ স্কাউটের ১০ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
বেলকুচিতে বাংলাদেশ স্কাউটের ১০ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, বেলকুচি উপজেলা শাখায় ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পূর্ণ করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া সভাপতি ও শিবানী রানী ঘোষ কে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সিরাজগন্জ বেলকুচিতে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগন্জ জেলা  শাখার সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষক মন্ডলীগন।

কমিটির অন্যান্য সদস্যা  হলেন সহ সভাপতি এস, এম গোলাম রেজা উপজেলা মাধ্যমিক অফিসার,মোস্তাফিজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউসুফ আলী, সুপার ধুকুরিয়াবেড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নজরুল ইসলাম প্রধান শিক্ষক সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মিজানুর রহমান প্রধান শিক্ষক মাহমুদপুর সঃ প্রাঃ বিদ্যালয়।

কমিশনার মেহেদী মাসুদ প্রধান শিক্ষক সোহাগপুর নতুনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়।কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বেলকুচি সঃ প্রাঃ বিদ্যালয়। যুগ্ম সাধারণ সম্পাদক: ইফতেখার মোহাম্মদ আহসান উল্লাহ ধুকুরিয়াবেড়া দক্ষিণ পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়।গ্রুপ সভাপতি: ছাইদুল ইসলাম, আব্দুল কাদের, মনোয়ারুল ইসলাম, হামিদা খাতুন,অডিটর, নুরুল ইসলাম মোল্লা, রাবেয়া বসরী, ও শামিম রেজা।

সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতিবন্ধীতা ও একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু করা হয়। অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট এডিডি ইন্টারন্যাশনাল আয়োজনে, এফসিডি/ইউকে এইড এর সহযোগিতায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  সকালে সদর  উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে, দুই দিনব্যাপি উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। 
প্রশিক্ষক ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ এবং  মোছাঃ দিলরুবা। 
দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব রয়েছেন ,  এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন। 
উক্ত প্রশিক্ষণে সদর  উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন  শিক্ষক অংশগ্রহণ করছেন ।