ছাত্রশিবির খুলনা দক্ষিণ শাখার আয়োজন
পাইকগাছায় রমজান উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ

গত (৮ই মার্চ) শনিবার মঠবাটী জি জি পি জি দাখিল মাদ্রাসার হল রুমে ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা আবু জার গিফারীর সভাপতিত্বে উক্ত কুরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ (এমপি প্রার্থী খুলনা-৬)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এস এম আমিনুল ইসলাম ও প্রিন্সিপাল আব্দুর রহিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন ছাত্রশিবির দক্ষিণ জেলা সেক্রেটারি মুহা. অয়েসকুরুনী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস এ মাসে কুরআন নাজিল হয়েছিল বলেই রমজান মাসের এত গুরুত্ব। আমরাও যদি কুরআনুল কারিমকে হৃদয়ে ধারন করতে পারি, মানতে পারি কুরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তায়ালাও আমাদের সম্মান বাড়িয়ে দিবেন।
জেলা সভাপতি আবু জার গিফারী বলেন, রমজান মাস আত্মগঠন ও মানোন্নয়নের মাস। রমজান মাস হলো আমাদের গুনাহ গুলোকে পুড়িয়ে ছাঁই করার মাস। ছাত্রশিবির ছাত্রসমাজের মেধা ও নৈতিকতা সমৃদ্ধের কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন