খুঁজুন
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

দুমকীতে মশাল জ্বালিয়ে ধর্ষণ ও নিপীড়নে গন অধিকারের প্রতিবাদ

মোঃনাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
দুমকীতে মশাল জ্বালিয়ে ধর্ষণ ও নিপীড়নে গন অধিকারের প্রতিবাদ

ধর্ষণ, নারী নিপীড়ন এবং অনিরাপত্তার প্রতিবাদে মশাল জ্বালিয়ে প্রতিবাদ করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন বাজারে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহির, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েল, যুগ্ন আহবায়ক মোঃ আতিকুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব মোঃ রাসেল সিকদার, মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সুবর্না রশিদ,ছাত্র অধিকারের তানভীর ও মমিন সহ, গন অধিকারের সকল সহযোগী সংগঠনের সদস্য বৃন্দ।

এসময় বক্তারা সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষন করে বলেন, দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে এবং যথাযথ দায়িত্ব পালন করে দ্রুত ট্রাইবুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন। অন্যথায় এসব ধর্ষণ ও নারী নির্যাতনের মত ঘটনার দায় আইন শৃঙ্খলা বাহিনী এড়াতে পারেন না।

সিংড়ায় প্রাইভেটকার তল্লাশী

গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে ৩৭ লাখ টাকা জব্দ

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে ৩৭ লাখ টাকা জব্দ

নাটোরের সিংড়ায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশী চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ।

একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেয়া হয়। শুক্রবার বিকেলে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য ডাকলে যেকোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার সময় নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে তল্লাশীকালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয়। তবে ওই নিবার্হী প্রকৌশলীকে আটক না করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই নির্বাহী প্রকৌশলী মোঃ ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী কার্যক্রম চালায় পুলিশ। এসময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। পরে ওই প্রাইভেট কার তল্লাশীকালে ওই টাকার সন্ধ্যান পাওয়া যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমানসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন। প্রাইভেট কার তল্লাশী করে একটি ব্যাগ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেয়া হয়।

ওসি আরও বলেন, এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলাম পুলিশকে প্রথম দিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ আছে। পরে গননা করে আরো ৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টি উদঘাটন করার জন্য দুদককে লিখিতভাবে জানানো হয়েছে। মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য ডাকলে যেকোনো সময় হাজির হতে বাধ্য থাকবেন তিনি।

এ ব্যাপারে এলজিইডির প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলাম বলেন, গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত আছেন। জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ই মার্চ) বিকালে উপজেলার তামাই আলিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  হাফেজ আবু শাহীন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাধারণ আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক যুগ আহবায়ক অধ্যক্ষ আঃ মান্নান সরকার।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়ার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মোঃ নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য  মোঃ গোলাম আজম, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য মাহমুদুল হাসান শান্তু, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক  রেজাউল করিম।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সদস্য শ্রমিকনেতা কেরামত আলী তালুকদার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি-র সাবেক সাধারন সম্পাদক রুহুল আমীন মোল্লা, উপজেলা  যুবদলের আহবায়ক শামীম সরকার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ সরকার, উপজেলা  ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা সরকার প্রমুখ।

ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজনে প্রতিদিনই ইফতার বিতরণ করা হয়। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার বিতরণের সময় দেখা গেল ভিন্ন এক চিত্র।

ইফতারের বক্সে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিচ্ছেন ৫০০ টাকার নোট। বিকেলে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, তুরস্কের সংস্থা টিকা’র সহযোগিতায় এ আয়োজন করা হয়। অন্যান্য দিনের চেয়ে আজ ইফতারের আয়োজনেও ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রায় ১৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা সংগ্রহ করছেন। এতে বেশ আনন্দিত দেখা যায় তাদের।

একজন মন্তব্য করেন, শিবিরের ইফতার প্রোগ্রামে আজকে ইফতারির পাশাপাশি তুর্কি মেহমান লাইনে দাঁড়ানো সবাইকে ৫০০ টাকা করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হচ্ছে। ছাত্রলীগ যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বরকত নেমে এসেছে।

সুলতান আরেফিন নামে একজন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আজকের ইফতারে তুরস্কের একটা সংস্থা টিকার সহযোগিতা ছিল। আজকের ইফতারের আইটেমও স্পেশাল। সাথে ছবির এই তুর্কি ভদ্রলোকটি ঈদের শুভেচ্ছা হিসেবে ৫০০ টাকা দিয়েছেন শিক্ষার্থীদেরকে।