খুঁজুন
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

হোলি উৎসবে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
হোলি উৎসবে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে শনিবার (১৫ মার্চ) হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার থেকে আবারও বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মে শুরু হবে।

হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ১৫ মার্চ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা এদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন চিঠির মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছে। ফলে আজ শনিবার এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শনিবার এই বন্দর দিয়ে ভারত থেকে সব কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লাড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, যেকোনো উৎসব বা সরকারি ছুটি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের আওতামুক্ত থাকে। তাই হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

কতটুকু মানছে সাধারণ মানুষ ?

এমএলএম স্কিমে টাকা না রাখার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
এমএলএম স্কিমে টাকা না রাখার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক একটি সতর্কবার্তা জারি করে, যেখানে জনগণকে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) বা পিরামিড স্কিমের মাধ্যমে বিনিয়োগ করতে নিষেধ করা হয়েছে। এই ধরনের কোম্পানিগুলো সাধারণত অস্বাভাবিকভাবে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেল ভিত্তিক কমিশন প্রদান করে থাকে, যা সাধারণ মানুষকে প্রতারণার শিকার হতে বাধ্য করে।

বাংলাদেশ ব্যাংক জানায়, অতীতে কিছু প্রতিষ্ঠান যেমন যুবক, ডেসটিনি, ইভ্যালি ইত্যাদি অস্বাভাবিক লাভের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারণা করেছে। এই ধরনের কোম্পানিগুলো রেফারেলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং নতুন গ্রাহকদের বিনিয়োগ থেকে পুরানো গ্রাহকদের মুনাফা প্রদান করে, যা পিরামিড বা পঞ্জি স্কিম হিসেবে পরিচিত। এতে সাধারণত গ্রাহকের বিনিয়োগ হারানোর প্রবণতা থাকে।

এমএলএম বা পিরামিড স্কিমে লাভ পাওয়ার ক্ষেত্রে মূলত এক গ্রাহকের টাকা দিয়ে অন্য গ্রাহককে মুনাফা প্রদান করা হয়। এতে কোনও প্রকৃত ব্যবসা বা উৎপাদনমূলক কার্যক্রম থাকে না। এই স্কিমগুলো দীর্ঘমেয়াদীভাবে টেকসই হয় না এবং একসময় এটি ভেঙে যায়, ফলে গ্রাহকরা তাদের বিনিয়োগ হারায়।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এই ধরনের স্কিমগুলি সাধারণত মানিলন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়, এবং অতীতে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জনগণকে এ ধরনের কোম্পানির সঙ্গে বিনিয়োগ বা লেনদেন করতে নিষেধ করেছে এবং বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করেছে। যদি কেউ এই ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে।

এছাড়া, ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ বা আমানত রাখতে হলে, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই এসব কাজ করা উচিত।

এই সতর্কতার মাধ্যমে, বাংলাদেশ ব্যাংক মানুষের বিনিয়োগ সুরক্ষিত রাখতে এবং প্রতারণা থেকে রক্ষা করতে চায়।

দুঃখজনক হলেও সত্য- বাংলাদেশ ব্যাংকের ওই সতর্কতা মানছে না অনেক সাধারণ মানুষ। এমনকি অনেকেই জানেই না ওই বিষয়ে। সঙ্গত কারণেই এমএলএম এর মতো লাভের ফাঁদে আটকা পড়ছে অনেক সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, এমন ফাঁদ থেকে সবাইকে সচেতন করতে বেশি বেশি ক্যাম্পেইন করতে হবে।

এবার ঈদে আকাশপথে যাত্রীর চাপ কম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
এবার ঈদে আকাশপথে যাত্রীর চাপ কম

এবার ঈদে আকাশ পথে যাত্রীর তেমন চাপ নেই। অন্য বছরগুলোতে প্রতিটি এয়ারলাইন্স যাত্রীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হয়। বাড়তি ফ্লাইট চালাত বাধ্য হন তারা। কিন্তু এবার পুরোটাই ভিন্ন চিত্র। শুধুমাত্র বিমান এয়ারলাইন্স তিন রুটে ১৩ বাড়তি ফ্লাইটের ঘোষণা দিলেও এখনো বেসরকারি এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইটের ব্যাপারে কিছু জানাতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার শুধু বেসরকারি নয় সরকারি এয়ারলাইন্সেও যাত্রীর তেমন চাপ থাকবে না। সব মিলে বলতে গেলে শুধু উত্তরের রুটে যাত্রী থাকবে। অন্য রুটগুলোতে তেমন চাপ নেই। বিশেষ করে বরিশাল। বিগত সময়ে কক্সবাজার রুটে ঈদের পর লম্বা লাইন লেগে যেতো। কিন্তু এবার তেমনটা ঘটবে না। তবে যাত্রীরা যাবেন নিয়মিত ফ্লাইটে।

এছাড়াও বিগত বছরগুলোতে উত্তরের জেলাগুলোতে ছুটতে গলদঘর্ম হতো। যাত্রা পথেই লেগে যেতো ১৬ থেকে ১৮ ঘণ্টা। কিন্তু এখন আট লেনের রাস্তার কাজ অনেকাংশে শেষ হওয়ার পথে। ফলে সেই ভোগান্তি আর থাকছে না। এ কারণেও উত্তরের জেলাগুলোর মানুষজন সড়ক পথেই এবার রওনা হচ্ছেন। যার প্রভাব পড়েছে আকাশ পথে। পাশাপাশি এবার নৌ পথেও যাত্রী বাড়বে। আকাশ পথে যাত্রী কম হওয়ার এটাও অন্যতম কারণ।

জানা গেছে, প্রতি বছর আকাশ পথে টিকিটের চাপ থাকে। টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। ফলে বাড়তি দামেও টিকিট কিনে থাকেন ক্রেতারা। কিন্তু এবার সেই চাপ ও চড়া মূল্যের টিকিটে ভাটা পড়েছে। এয়ারলাইন্সগুলো গতকাল (২৫ মার্চ) থেকে চাপ প্রত্যাশা করেছিল। কিন্তু সেটি হয়নি। বেসরকারি এয়ারলাইন্সগুলার পক্ষ থেকে এখন পর্যন্ত বাড়তি ফ্লাইট চালানোর ঘোষণা আসেনি। তবে ঈদের দিন থেকে পরের তিনদিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ থাকবে। ফলে সেই তিন দিন এয়ারলাইন্সগুলো ব্যস্ত সময় কাটাবে। ফ্লাইটও বাড়তে পারে।

এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশগামী যাত্রী ব্যাপক মেলে। কিন্তু সেই চিত্রেও এবার ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য বছরে চাপ থাকলেও এবার ফেরার চাপ বাড়বে।

বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম ঢাকা মেইলকে বলেন, শনিবার (২৫ মার্চ) থেকে আমাদের অভ্যন্তরীণ ঈদের ফ্লাইটগুলো চালু হয়েছে। চলবে ঈদের দিন পর্যন্ত। পরে কি হবে তা এখনো বলা যাচ্ছে না। উত্তরের জেলা রাজশাহী এবং সৈয়দপুরে বাড়তি ছয়টি করে ১২টি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বরিশাল রুটে একটি। এই মিলে বিমানের ১৩টি বাড়তি ফ্লাইট চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিমান এয়ারলাইন্স রাজশাহী রুটে স্বাভাবিকভাবে সপ্তাহে চারটা ফ্লাইট চালায়। কিন্তু সেই জায়গায় এবার তারা প্রতিদিন বাড়তি দুইটা ফ্লাইট দিচ্ছে। এ বাড়তি ফ্লাইট চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। বরিশালে চলে তিনটা কিন্তু একটা বাড়ানোর পাশাপাশি সৈয়দপুর রুটে প্রতিদিন একটা করে ফ্লাইট চলে সেখানে আরও একটা বাড়িয়েছে তারা।

17

ইউএস-বাংলার কামরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, এবার আমাদের বাড়তি ফ্লাইট নেই। তবে রাজশাহী সৈয়দপুর এবং যশোর রুটে চাপ রয়েছে। এছাড়া ঈদের পরে কক্সবাজার রুটে যাত্রীদের কিছুটা চাপ থাকবে কারণ লোকজন বিনোদনের জন্য কক্সবাজারকে বেছে নিচ্ছেন।

তিনি জানান, বিগত বছরগুলোতে যেভাবে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার প্রবণতা ছিল সেই চিত্রে কিছুটা ভাটা পড়েছে। এবার উত্তরবঙ্গের সৈয়দপুর, রাজশাহী, যশোর বা বরিশাল রুটে তেমন চাপ নেই। যাত্রীর চাপ কম থাকায় তারা এবার বাড়তি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত এবার নেননি।

আরও খোঁজ নিয়ে জানা গেছে, এবার অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বাইরে যাওয়ার যাত্রীর চাপ কম লক্ষ্য করা যাচ্ছে। একদিকে ভারত ভিসা বন্ধ করায় তার চাপ পড়েছে এয়ারলাইন্সগুলোর ওপর। দুবাই, কাতার, থাইল্যান্ডগামী যাত্রীও কমেছে।

এমআইকে/এএস

গুরুদাসপুর প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
গুরুদাসপুর প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নাটোরের গুরুদাসপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ এবং মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, সেই সাথে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ধাপে এই দিবসকে স্মরণ করা হয়েছে।

প্রথম ধাপে সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তপত ধনীর মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাবা ফাহমিদা আফরোজ। এরপর উপজেলার সর্বোস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক শেষে ১ মিনিট নিরবতা পালন করে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

দ্বিতীয় পর্যায়ে এসে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। উপজেলা প্রশাসনের নির্বাহি কর্মকর্তা বেলুন উড়িয়ে সেই সাথে পায়রা অবমুক্ত করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব ফাহমিদা আফরোজ এবং অফিসার্স ইনচার্জ জনাব গোলাম সারোয়ার।

এ সময় গার্ডঅব অনার প্রদান করেন, পুলিশ বাহিনী, ফায়ারসার্ভিস,আনছার বাহিনী এবং ১০ টি স্কুলের স্কাউট দল। সভাপতির বক্তব্যে জনাব ফাহমিদা আফরোজ মহান স্বাধীনতা দিবসে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গঠনমূলক আলোচনা করেন।

সবশেষ বিজয়ী দের মাঝে পরুস্কার বিতরণ করেন এবং প্রতিবন্ধীদের মাঝে হুয়েল চেয়ার বিতরণ করেন।
তৃতীয় পর্যায় বীর মুক্তিযোদ্ধা গণকে ফুলদিয়ে বরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা।মুক্তিযোদ্ধাগনের মধ্যে বক্তব্য রাখেন।