এবার ঈদে আকাশ পথে যাত্রীর তেমন চাপ নেই। অন্য বছরগুলোতে প্রতিটি এয়ারলাইন্স যাত্রীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হয়। বাড়তি ফ্লাইট চালাত বাধ্য হন তারা। কিন্তু এবার পুরোটাই ভিন্ন চিত্র। শুধুমাত্র বিমান এয়ারলাইন্স তিন রুটে ১৩ বাড়তি ফ্লাইটের ঘোষণা দিলেও এখনো বেসরকারি এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইটের ব্যাপারে কিছু জানাতে পারেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার শুধু বেসরকারি নয় সরকারি এয়ারলাইন্সেও যাত্রীর তেমন চাপ থাকবে না। সব মিলে বলতে গেলে শুধু উত্তরের রুটে যাত্রী থাকবে। অন্য রুটগুলোতে তেমন চাপ নেই। বিশেষ করে বরিশাল। বিগত সময়ে কক্সবাজার রুটে ঈদের পর লম্বা লাইন লেগে যেতো। কিন্তু এবার তেমনটা ঘটবে না। তবে যাত্রীরা যাবেন নিয়মিত ফ্লাইটে।
এছাড়াও বিগত বছরগুলোতে উত্তরের জেলাগুলোতে ছুটতে গলদঘর্ম হতো। যাত্রা পথেই লেগে যেতো ১৬ থেকে ১৮ ঘণ্টা। কিন্তু এখন আট লেনের রাস্তার কাজ অনেকাংশে শেষ হওয়ার পথে। ফলে সেই ভোগান্তি আর থাকছে না। এ কারণেও উত্তরের জেলাগুলোর মানুষজন সড়ক পথেই এবার রওনা হচ্ছেন। যার প্রভাব পড়েছে আকাশ পথে। পাশাপাশি এবার নৌ পথেও যাত্রী বাড়বে। আকাশ পথে যাত্রী কম হওয়ার এটাও অন্যতম কারণ।
জানা গেছে, প্রতি বছর আকাশ পথে টিকিটের চাপ থাকে। টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। ফলে বাড়তি দামেও টিকিট কিনে থাকেন ক্রেতারা। কিন্তু এবার সেই চাপ ও চড়া মূল্যের টিকিটে ভাটা পড়েছে। এয়ারলাইন্সগুলো গতকাল (২৫ মার্চ) থেকে চাপ প্রত্যাশা করেছিল। কিন্তু সেটি হয়নি। বেসরকারি এয়ারলাইন্সগুলার পক্ষ থেকে এখন পর্যন্ত বাড়তি ফ্লাইট চালানোর ঘোষণা আসেনি। তবে ঈদের দিন থেকে পরের তিনদিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ থাকবে। ফলে সেই তিন দিন এয়ারলাইন্সগুলো ব্যস্ত সময় কাটাবে। ফ্লাইটও বাড়তে পারে।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশগামী যাত্রী ব্যাপক মেলে। কিন্তু সেই চিত্রেও এবার ভাটা পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য বছরে চাপ থাকলেও এবার ফেরার চাপ বাড়বে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম ঢাকা মেইলকে বলেন, শনিবার (২৫ মার্চ) থেকে আমাদের অভ্যন্তরীণ ঈদের ফ্লাইটগুলো চালু হয়েছে। চলবে ঈদের দিন পর্যন্ত। পরে কি হবে তা এখনো বলা যাচ্ছে না। উত্তরের জেলা রাজশাহী এবং সৈয়দপুরে বাড়তি ছয়টি করে ১২টি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বরিশাল রুটে একটি। এই মিলে বিমানের ১৩টি বাড়তি ফ্লাইট চলবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বিমান এয়ারলাইন্স রাজশাহী রুটে স্বাভাবিকভাবে সপ্তাহে চারটা ফ্লাইট চালায়। কিন্তু সেই জায়গায় এবার তারা প্রতিদিন বাড়তি দুইটা ফ্লাইট দিচ্ছে। এ বাড়তি ফ্লাইট চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। বরিশালে চলে তিনটা কিন্তু একটা বাড়ানোর পাশাপাশি সৈয়দপুর রুটে প্রতিদিন একটা করে ফ্লাইট চলে সেখানে আরও একটা বাড়িয়েছে তারা।
17
ইউএস-বাংলার কামরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, এবার আমাদের বাড়তি ফ্লাইট নেই। তবে রাজশাহী সৈয়দপুর এবং যশোর রুটে চাপ রয়েছে। এছাড়া ঈদের পরে কক্সবাজার রুটে যাত্রীদের কিছুটা চাপ থাকবে কারণ লোকজন বিনোদনের জন্য কক্সবাজারকে বেছে নিচ্ছেন।
তিনি জানান, বিগত বছরগুলোতে যেভাবে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার প্রবণতা ছিল সেই চিত্রে কিছুটা ভাটা পড়েছে। এবার উত্তরবঙ্গের সৈয়দপুর, রাজশাহী, যশোর বা বরিশাল রুটে তেমন চাপ নেই। যাত্রীর চাপ কম থাকায় তারা এবার বাড়তি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত এবার নেননি।
আরও খোঁজ নিয়ে জানা গেছে, এবার অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বাইরে যাওয়ার যাত্রীর চাপ কম লক্ষ্য করা যাচ্ছে। একদিকে ভারত ভিসা বন্ধ করায় তার চাপ পড়েছে এয়ারলাইন্সগুলোর ওপর। দুবাই, কাতার, থাইল্যান্ডগামী যাত্রীও কমেছে।
এমআইকে/এএস
আপনার মতামত লিখুন