বেলকুচি পৌর শ্রমিকদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলার বেলকুচি উপজেলার জাতীয়বাদী শ্রমিকদল বেলকুচি পৌর শাখার উদ্দোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ রবিবার বিকালে চালা পুরাতন আদালত চত্বরে পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক এর সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনি আমীন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম সরকার, সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, পৌর বিএনপির সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেন কিবরিয়া,জাহিদুল হক মুক্তা,আব্দুর রাজ্জাক প্রামাণিক, বিএনপি নেতা আব্দুল মান্নান প্রামাণিক।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, যুবদল নেতা আইয়ুব আলী, ছাত্রদলের জেলা সহ সভাপতি মন্জুর কাদের, শ্রমিক দল নেতা আবুল হাশেম, শ্রমিক দল নেতা মানিক হোসেন, আবু হাশেম সাজু প্রমুখ।
যুবদল নেতা আসমাউল শেখ এর পরিচালনায অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, যুবদল নেতা হালিম মন্ডলসহ বিএনপির সকল অংগসংগঠনসমুহের নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন