খুঁজুন
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য

বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে

বাংলাদেশের বিশৃঙ্খলা ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে। এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করছে। সোমবার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড।

সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেখানে অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের ওপর হামলার বিভিন্ন প্রতিবেদন – যুক্তরাষ্ট্র কি এ বিষয়ে অবগত আছে যে, সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয় বরং সব স্তরে স্থিতিশীলতা প্রয়োজন।’

জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক এবং অন্যান্যদের ওপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। এবং অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্যও (উদ্বেগের বিষয়)।’

ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার দিকে ইঙ্গিত দেন গ্যাবার্ড। তিনি বলেন, ‘নতুন (মার্কিন) মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে।’

এ সময় গোয়েন্দাপ্রধান বিশ্বব্যাপী ‘ইসলামিস্ট হামলার’ দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘ইসলামিস্ট সন্ত্রাসী হুমকি এবং তাদের সামগ্রিক প্রচেষ্টা, বিশ্বব্যাপী প্রচেষ্টা – এই সমস্ত গ্রুপ যারা সত্যিকার অর্থে একই মতাদর্শের, তাদের একই উদ্দেশ্য; এটি হলো – একটি ইসলামপন্থী খিলাফতের শাসন। এটি আবারও উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। এটি স্পষ্টতই অন্য যে কোনো ধর্মের লোকদের প্রভাবিত করে, যা তারা (সন্ত্রাসীরা) গ্রহণযোগ্য বলে মনে করে এবং তারা এটি করতে সহিংস ও সন্ত্রাসী উপায় বেছে নেয়।’

প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিশ্বব্যাপী ‘এই মতাদর্শকে চিহ্নিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’ বলেও উল্লেখ করেন গ্যাবার্ড, যে মতাদর্শ ‘ইসলামপন্থী সন্ত্রাসবাদকে’ চালিত করে।

ইসলামি শক্তি, আলেমদেরকে কটাক্ষ

হঠাৎ দুই ছাত্র উপদেষ্টা’র পদত্যাগ দাবিতে তোলপাড়

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
হঠাৎ দুই ছাত্র উপদেষ্টা’র পদত্যাগ দাবিতে তোলপাড়

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের রাজধানীর বিজয়নগর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান ও মুখপাত্র ফারুক খান।

রাশেদ খান অভিযোগ করেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না এবং আলেম-ওলামা, মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করেছেন।

তিনি আরও বলেন, “মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি ধ্বংস করেছেন এবং একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে সরকারের উপদেষ্টা পদে বহাল থাকা উচিত নয়।” তিনি দাবি করেন, উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর এবং তার পদত্যাগ হওয়া উচিত।

গণঅধিকার পরিষদের এই নেতা জানান, “উপদেষ্টা মাহফুজ আলম সরকার, হেফাজত, জামায়াত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিরুদ্ধে বারবার কটাক্ষ করেছেন। এই ধরনের বক্তব্য দেশের ভিতরে অনৈক্য সৃষ্টি করছে এবং সরকারকে বিভক্ত করছে।”

এদিকে, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানও একই ধরনের অভিযোগ তুলে বলেন, “আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম—এই দুই ছাত্র উপদেষ্টার দ্রুত পদত্যাগ করা উচিত।” তিনি বলেন, “এরা কখনো জনগণের স্বার্থে কাজ করেননি, বরং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাই তাদের পদত্যাগ করা প্রয়োজন।”

এদিনের সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, “আমরা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানাচ্ছি। প্রয়োজনে একটি নতুন নিরপেক্ষ সরকার গঠন করা উচিত।” এই মন্তব্যে তিনি সরকারের উপদেষ্টা পরিষদের অকার্যকারিতা এবং দুর্বলতা তুলে ধরেন।

গণঅধিকার পরিষদের নেতারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলে ধরেছেন। যেখানে তারা বিশেষ করে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্দোলনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। এসব বক্তব্যের কারণে সমাজে বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশ কিছু বিষয় নিয়ে মাহফুজ আলমের বিতর্কিত মন্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার পারদ সৃষ্টি হয়েছে।

পরিবহন মালিক শ্রমিকদের অঙ্গীকার

বিগত সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, হয়রানি মুক্ত

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
বিগত সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, হয়রানি মুক্ত

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (১৮ মার্চ) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঈদের ছুটিতে বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ছিনতাই ও অজ্ঞান পার্টি থেকে পরিবহন চালক-শ্রমিক-যাত্রীকে রক্ষা, নারীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করার বিষয় গুলোকে গুরুত্ব দেন বক্তারা।

বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ঈদের ছুটিতে ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রী হয়রানি চরমে ছিল। যাত্রীদের জিম্মি করে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করতেন পরিবহন মালিক-শ্রমিকেরা। আর কোনো যাত্রী প্রতিবাদ করলে তাকে হয়রানি-লাঞ্ছিত করা হতো। এ ছাড়া সড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনায় হাজারো মানুষের জীবন গেছে। এ অবস্থা থেকে উত্তরণ চায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ জন্য পরিবহন খাতের সব অংশীজনের সহযোগিতা দরকার। সবাই সহযোগিতা করলে ঈদযাত্রা নিরাপদ হবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সসাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান প্রমূখ।

র‍্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একজন গ্রেফতার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
র‍্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একজন গ্রেফতার

সিরাজগঞ্জে ১৭ মার্চ সোমবার রাতে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকার মোঃ আলী আশরাফ এর বাড়িতে” অবস্থান করে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পূর্নবাসন সায়দাবাদ এলাকায় তার বাড়িতে পৌঁছা মাত্র কয়েকজন ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ০১ জনকে গ্রেফতার করা হয় এবং বাকী অজ্ঞাত ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। ধৃত ০১নং আসামী মোঃ আলী আশরাফ (৩৭)‘কে ডাকাতির প্রস্তুতির বিষয়ে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে তার বাড়িতে সাক্ষীদের উপস্থিতে তল্লাশিকালে তার বাড়ির শয়ন কক্ষ হতে ১। ২টি গ্যাস গানের ব্যবহৃত সেল, ২। সিলিং ফ্যান ৭টি, ৩। মোটোরলা নষ্ট ওয়াকিটকি ১টি, ৪। ২টি ছোড়া ৫। ২টি হাসুয়া  ৬। ২টি র‌্যাদ ৭। ২টি স্কু ডাইভার ৮। ১টি টেষ্টার ৯। ২টি কাটিং প্লায়াস ১০। ০১টি খুর, ১১। ০১টি মোটরসাইকেল চুরির মাস্টার কি, ১২। ০১ হর্সের মোটর, ১৩। ০১ টি ০২ হর্স পাওয়ারের সাব মার্সেবল পাম্প, ১৪। লোহাকাটা গ্রান্ডিং মেশিন ০১টি, ১৫। ০৮ পিচ এসডিএম আই ক্যাবল বক্সসহ, ১৬। ০৮ পোর্ট সুইচ ০১ টি, ১৭। ক্যাবল ৫০ গজ, ১৮। ওয়েব ক্যামেরা ০১টি, ১৯। ০৪টি স্মার্ট ফোন ২০। ০১টি মোটরসাইকেলসহ র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ০১নং আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অজ্ঞাত ৭/৮ জনসহ তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলী আশরাফ (৩৭), পিতা- মৃত আবুল হোসেন, সাং- পুর্নবাসন সায়দাবাদ, থানা ও জেলা সিরাজগঞ্জ।
 প্রাথমিকভাবে  জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।