খুঁজুন
বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

মিয়ানমারের আরসা প্রধান আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
মিয়ানমারের আরসা প্রধান আটক

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ৫ সহযোগীকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ সহযোগী হলেন- মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

এর আগে, গত সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, রোহিঙ্গা ৬ নাগরিককে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ (ড্যাব) এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:১২ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ (ড্যাব) এর আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই-আগষ্ট-২০২৪ খ্রিঃ বিপ্লব আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজনে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫ টার দিকে সিরাজগঞ্জ শহরের পৌর কনভেনশন হলরুমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান‌ের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপ‌তি ডাঃ এম. এ লতিফ এবং সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমজান এর তাৎপর্যমূলক বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ও বিএন‌পি’র স্থায়ী কমিটি সদস্য, ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে  বক্তব্যে রাখেন,  ড্যাব কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপ‌তি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডাঃ এরফান আহমেদ সোহেল,   ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব শিমুল তালুকদার,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ- সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা,  যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,  মোঃ হারুন অর রশিদ খান হাসান,  সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ। 

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ,  ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ,  জুলাই – আগষ্ট বিপ্লবে নিহত ও আহতদের স্বজনেরা, সুধীজন, গুণীজন সহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন ।

চলছে মাসব্যাপী ইফতার আয়োজন

দরিদ্র, ছিন্নমূলদের চোখে আইডল তরুণ ছাত্রনেতা রাফি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
দরিদ্র, ছিন্নমূলদের চোখে আইডল তরুণ ছাত্রনেতা রাফি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নবিত্ত, দরিদ্র, ছিন্নমূল রোজাদারদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করেছে পল্লবী তথা মিরপুরের তরুণ ছাত্রনেতা মাহফুজ আল রাফি। মূলত রাফির উদ্যোগে প্রথম রমজান থেকেই এই মহতি কার্যক্রম চলমান রয়েছে। যা নিয়ে প্রশংসায় ভাসছেন রাফি।

মাহফুজ আল রাফি আদর্শগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। ইতোপূর্বে তিনি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর পশ্চিমে, বিশেষ করে পল্লবী থানা ছাত্রদলে রাফির কার্যক্রম বরাবরই চোখে পড়ার মতো। যার মধ্যে অন্যতম মাসব্যাপী ইফতার বিতরণ প্রোগ্রাম।

মানবিক কর্মসূচির নিয়মিত অংশ হিসেবে মঙ্গলবার (২৫ মার্চ) মিরপুর বাংলা স্কুল মাঠ প্রাঙ্গণে বেশ বড়সড় আয়োজন করেন রাফি ও তার সমর্থবৃন্দ। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আকরাম আহমেদ।

বৃহত্তর মিরপুরে তরুণদের কাছে মাহফুজ আল রাফি একটি জনপ্রিয় মুখ। সমাজের অবহেলিত, হতদরিদ্র, ছিন্নমূলদের নিয়ে রাফির জনকল্যাণমুখী কার্যক্রম নতুন কিছু নয়। বিশেষ করে একবারের পবিত্র মাহে রমজানে মাসব্যাপী ইফতার আয়োজন করে রাফি মিরপুর তথা পল্লবীতে নতুন করে সাড়া ফেলে দিয়েছে।

স্থানীয়রা বলেন, সমাজের অবহেলিত, অসহায়, হতদরিদ্র, রাস্তার রিক্সাচালকদের ডেকে ডেকে নিয়মিত ইফতার করানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমরা চাই রাফি অনেক বড় ছাত্রনেতা হোক। তারমতো নীতিবান নেতাই পারবে এদেশকে পরিবর্তন করতে।

অল্প বয়সেও এমন মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে রাফি বলেন, বাংলাদেশের গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মসূচি না করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করার মাঝেই আমি আনন্দ খুঁজে পাই। কারণ লোক দেখানোর জন্য চাইলে অনেক কিছুই করা যায়। কিন্তু আমরা চাই, সমাজ পরিবর্তন করতে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক আমরা একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

এদিনের অনুষ্ঠানে ছাত্রদল নেতা আকরাম আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার। এছাড়া মহানগর ও পল্লবী থানা সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেলকুচিতে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
বেলকুচিতে রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকার শারিরীক মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের গঠিত বেলকুচি রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা আয়োজনে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমীর ও  সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, জামাতে ইসলামি বাংলাদেশের বেলকুচি উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান  মাহবুব রশীদ শামীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি উপজেলা সমন্বয়ক মুসা হাশেমিসহ সংস্থার শতাধিক সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা রুপালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।