খুঁজুন
শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২

কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটায় সেনাবাহিনীর অভিযানে ৬ ট্রলি জব্দ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ
কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটায় সেনাবাহিনীর অভিযানে ৬ ট্রলি জব্দ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে সেনাবাহিনীর একটি দল টোক এলাকায় অভিযান চালিয়ে ৬টি ট্রলি জব্দ করেছে।

রবিবার বিকেলে নবম পদাতিক ডিভিশনের ৮ বীররের একটি দল এ অভিযান পরিচালনা করেছেন। ওই অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ নেতৃত্ব দেন বলে জানা যায়।

টোক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুর রহমান জানান, উপজেলার টোক সুলতানপুর শাহী মসজিদের উত্তর দিকে ব্রহ্মপুত্র নদের চর থেকে অবৈধ ভাবে মাটি কাটার সময় ৬ টি ট্রলি জব্দ করেন। ওই সময় মাটি কাটার সাথে জড়িত লোকজন পালিয়ে যায় নদী পাড় হয়ে।