খুঁজুন
বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

প্রধান উপদেষ্টার আহ্বান

MIDI অবকাঠামো উন্নয়নে গতি আনতে হবে

মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
MIDI অবকাঠামো উন্নয়নে গতি আনতে হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস মাতারবাড়ি অঞ্চলকে বাংলাদেশের প্রধান উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর দ্রুত উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MIDI)-এর অগ্রগতি পর্যালোচনা করেন।

প্রধান সচিব মো. সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সমন্বয়ক লামিয়া মোর্শেদসহ সড়ক পরিবহন, নৌপরিবহন, জ্বালানি, বিদ্যুৎ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। MIDI সেলের মহাপরিচালক সরওয়ার আলম চলমান প্রকল্পগুলোর বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন।

অধ্যাপক ইউনুস বলেন, “আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম বন্দর, লজিস্টিকস, উৎপাদন ও জ্বালানি কেন্দ্র হিসেবে দেখতে চাই। এই লক্ষ্য অর্জনে আমাদের উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।”

তিনি বলেন, এই খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে এবং সেই বিনিয়োগ টানতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা জরুরি।

প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও নৌপরিবহন সচিবদের নির্দেশ দেন যাতে MIDI অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করতে সড়ক নির্মাণ এবং সমুদ্রগামী বড় কনটেইনার জাহাজ রাখার উপযোগী টার্মিনাল উন্নয়ন ত্বরান্বিত করা যায়।

তিনি আরও বলেন, MIDI অঞ্চলে পরিকল্পিত শহর নির্মাণসহ নগর উন্নয়নকেও গুরুত্ব দিতে হবে, যাতে ভবিষ্যতের শিল্প ও মুক্ত বাণিজ্যv অঞ্চলে কর্মরত জনশক্তির আবাস ও সুবিধা নিশ্চিত করা যায়।

অধ্যাপক ইউনুস জানান, আগামী ২৮ মে শুরু হওয়া তার জাপান সফরের (দুই দিন অর্ধেকব্যাপী) কেন্দ্রবিন্দু থাকবে MIDI অঞ্চলের উন্নয়ন।

তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, যার মূল লক্ষ্য থাকবে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করা।

বৈঠকে আরও জানানো হয়, জাপান সরকার MIDI অঞ্চলে তাদের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা করছে। এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গড়ে ওঠে প্রথম জাপানি ইকোনমিক জোন, যেখানে ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগ এসেছে।

এছাড়াও, সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো, আবু ধাবি পোর্টস, সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেটওয়ে, জাপানি বিদ্যুৎ উৎপাদক জেরা এবং মালয়েশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাসসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানি মাতারবাড়ি অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সম্প্রতি বাংলাদেশের সরকার জাপানি প্রতিষ্ঠান পেন্টা-ওসেন কনস্ট্রাকশন কোং. লিমিটেড এবং টোয়া কর্পোরেশনের সঙ্গে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে চুক্তি করেছে।

এই প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এবং এটি MIDI উদ্যোগের একটি মূলস্তম্ভ। এটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

MIDI উদ্যোগ বাংলাদেশের সঙ্গে জাপানের একটি যৌথ প্রচেষ্টা, যার লক্ষ্য মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে রূপান্তর করা, যেখানে লজিস্টিকস, জ্বালানি ও শিল্প উন্নয়নের সমন্বয় ঘটবে।

বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৯ মে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকপ্রশিক্ষণ হলরুমে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার।

এ সময় তিনি বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।  

এ ছাড়াও বগুড়া আঞ্চলের পার্টনার প্রোগ্রামের  সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

জবির বিতর্কিত অধ্যাপক আনোয়ারা বেগম

ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য পাশ করাতেন না তিনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ
ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য পাশ করাতেন না তিনি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত বিতর্কিত অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা এই মামলা দায়ের করেন।

মামলার বাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা অভিযোগ করে বলেন, “এদের মতো দলকানা শিক্ষকদের জন্য স্বৈরাচারী আমলে শিক্ষক সমাজ কলঙ্কিত হয়েছে। আনোয়ারা বেগম বলতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কাজ করে তারা রাজাকার। যেহেতু ছাত্রদল-শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে, তাই তারা রাজাকার এবং এদের গুলি করে মারা উচিত।”

তিনি আরও অভিযোগ করেন, “তিনি পিএসসির সদস্য থাকা অবস্থায় ছাত্রলীগ ছাড়া কাউকে বিসিএসের জন্য উত্তীর্ণ করতেন না। তার মতো আওয়ামী দোসরের সঠিক বিচার চাই। তারা ছাত্রলীগের মাফিয়াদের পুলিশ প্রশাসনে নিয়োগ দিয়ে, ক্যাম্পাসে ছাত্রলীগকে অর্থ দিয়ে ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন করিয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “অধ্যাপক আনোয়ারা বেগম আজ ক্যাম্পাসে আসবেন তা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানত না। আমরা তার বিরুদ্ধে কোনো মামলার বিষয়েও অবহিত ছিলাম না। শুনেছি, পুলিশ তাকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেপ্তার করেছে।”

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এ ঘটনার পরপরই অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ মোট ১৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আওয়ামী লীগের বাকি উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-
সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস।

এদিকে, মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক আসামি হিসেবে আছেন। তারা হলেন—
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ও ড. আনোয়ারা বেগম, জবি নীল দলের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর নিউটন হাওলাদার, বাংলা বিভাগের অধ্যাপক মিল্টন বিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. কামাল হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, অগাস্টিন পিউরিফিকেশন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সিকান্দার।

এছাড়া আসামি পাঁচ কর্মকর্তা হলেন-
বিশ্ববিদ্যালয় কর্মকতা সমিতির সভাপতি কাজী মনির, ডেপুটি রেজিস্ট্রার আলতাফ হোসেন ও ইমরান হোসেন ইমন, ছাত্রলীগের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার পদে নিয়োজিত কর্মকর্তা টুটুল আহমেদ, জবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও স্টোরকিপার সুমন হাসান সোহান।

দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা: নুর

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবারদের কঠোর সমালোচনা করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে নূরুল হক নুর বলেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না। তো তোমাদের এতো দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা?

তিনি আরও বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি আর তোমরা? গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশ গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানিয়েছো, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো।

গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, এতো দেশপ্রেম ও সততা আর বীরত্ব থাকলে দেশে আসো। ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ কর।