খুঁজুন
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

বিআরটিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
বিআরটিসি’র নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিআরটিসির বর্তমান চেয়ারম্যান ড. অনুপম সাহা (যুগ্ম সচিব)। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি এই পদে আছেন।

সবশেষ বিআরটিসির চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম। বিআরটিসির ইতিহাসে তাজুল ইসলামকেই সর্বোচ্চ সফল দায়িত্বশীল হিসেবে গণ্য করা হয়। তার দুই দফা মেয়াদ শেষে অবসরের পর জনাব অনুপম সাহা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বেনীনগর গ্রামে।

প্রধান উপদেষ্টার আহ্বান

MIDI অবকাঠামো উন্নয়নে গতি আনতে হবে

মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ
MIDI অবকাঠামো উন্নয়নে গতি আনতে হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস মাতারবাড়ি অঞ্চলকে বাংলাদেশের প্রধান উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোর দ্রুত উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MIDI)-এর অগ্রগতি পর্যালোচনা করেন।

প্রধান সচিব মো. সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সমন্বয়ক লামিয়া মোর্শেদসহ সড়ক পরিবহন, নৌপরিবহন, জ্বালানি, বিদ্যুৎ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। MIDI সেলের মহাপরিচালক সরওয়ার আলম চলমান প্রকল্পগুলোর বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন।

অধ্যাপক ইউনুস বলেন, “আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম বন্দর, লজিস্টিকস, উৎপাদন ও জ্বালানি কেন্দ্র হিসেবে দেখতে চাই। এই লক্ষ্য অর্জনে আমাদের উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।”

তিনি বলেন, এই খাতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে এবং সেই বিনিয়োগ টানতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা জরুরি।

প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও নৌপরিবহন সচিবদের নির্দেশ দেন যাতে MIDI অঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করতে সড়ক নির্মাণ এবং সমুদ্রগামী বড় কনটেইনার জাহাজ রাখার উপযোগী টার্মিনাল উন্নয়ন ত্বরান্বিত করা যায়।

তিনি আরও বলেন, MIDI অঞ্চলে পরিকল্পিত শহর নির্মাণসহ নগর উন্নয়নকেও গুরুত্ব দিতে হবে, যাতে ভবিষ্যতের শিল্প ও মুক্ত বাণিজ্যv অঞ্চলে কর্মরত জনশক্তির আবাস ও সুবিধা নিশ্চিত করা যায়।

অধ্যাপক ইউনুস জানান, আগামী ২৮ মে শুরু হওয়া তার জাপান সফরের (দুই দিন অর্ধেকব্যাপী) কেন্দ্রবিন্দু থাকবে MIDI অঞ্চলের উন্নয়ন।

তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ৩০তম নিক্কেই ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন এবং ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন, যার মূল লক্ষ্য থাকবে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করা।

বৈঠকে আরও জানানো হয়, জাপান সরকার MIDI অঞ্চলে তাদের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা করছে। এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গড়ে ওঠে প্রথম জাপানি ইকোনমিক জোন, যেখানে ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগ এসেছে।

এছাড়াও, সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো, আবু ধাবি পোর্টস, সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেটওয়ে, জাপানি বিদ্যুৎ উৎপাদক জেরা এবং মালয়েশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাসসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানি মাতারবাড়ি অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

সম্প্রতি বাংলাদেশের সরকার জাপানি প্রতিষ্ঠান পেন্টা-ওসেন কনস্ট্রাকশন কোং. লিমিটেড এবং টোয়া কর্পোরেশনের সঙ্গে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে চুক্তি করেছে।

এই প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এবং এটি MIDI উদ্যোগের একটি মূলস্তম্ভ। এটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

MIDI উদ্যোগ বাংলাদেশের সঙ্গে জাপানের একটি যৌথ প্রচেষ্টা, যার লক্ষ্য মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলকে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে রূপান্তর করা, যেখানে লজিস্টিকস, জ্বালানি ও শিল্প উন্নয়নের সমন্বয় ঘটবে।

এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর বাবা ইন্তেকাল করেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
এসএসপি’র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর বাবা ইন্তেকাল করেছেন

সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন জুয়েল এর পিতা আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন।)

বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার (২৭মে) বেলা ৩টায় সাভারে তার মেজ মেয়ের বাসায় থাকাকালীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০২ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য নাতে নাতনি ও আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব আর রেখে যান।

পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল সকালে তার নিজ বাড়ি বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে মাস্টার বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করার কথা রয়েছে।

মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:১৭ অপরাহ্ণ
মিরপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মিরপুরে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ছুড়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ফায়ার সার্ভিস গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গুলি ছুড়লেও ওই ব্যক্তির শরীরে লাগেনি। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ক্যাপ ও মাস্ক পরা একজনকে গুলি ছুড়তে দেখা যায়। পরে ওই ব্যক্তি ও তার সহযোগী পাঁচজন দুটি মোটরসাইকেলে উঠে চলে যায়।

পুলিশ জানায়, ওই ভিডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ছিনতাইয়ের শিকার মাহমুদুল সাংবাদিকদের জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে তিনি পরিবার নিয়ে থাকেন। আজ সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত তার পথরোধ করে।

তারা সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তিনি দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।