খুঁজুন
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র, ১৪৩১

সিরাজগঞ্জের পাঁচলিয়াতে যমুনা ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জের পাঁচলিয়াতে যমুনা ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারে মানুষের মাঝে ব্যাংকিং সেবা দ্রুত পৌছে দিতে যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে  যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি যমুনা ব্যাংক পিএলসি,সিরাজগঞ্জ শাখা’র ম্যানেজার জিএম কামরুল হাসান। 

আমেনা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ও যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবিকা সেলিনা সিদ্দিকা এ্যানা। 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন নেছা। 
এ সময়ে অন্যান্য অতিথিবৃন্দ এবং গ্রাহক, শুভানুধ্যায়ীরা এলাকার ব্যবসায়ীরা, গনমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 
আমেনা এন্টারপ্রাইজ সুত্রে জানা যায়, এই এজেন্ট ব্যাকিং শাখায় ব্যাংক একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, কারেন্ট একাউন্ট, সেভিংস একাউন্ট খোলা যাবে৷ তবে সপ্তাহে ৬ দিন এই সকল সুযোগ সুবিধা পাবেন সম্মানিত গ্রাহকরা৷